রাজ্যপাল , জগদীপ ধনকড় , সুদেশ ধনকড়, রাজভবন
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ হঠাৎ আজ ভোরে রাজভবনে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় যদিও রাজ্যপাল জগদীপ ধনকড় এবং তাঁর স্ত্রী সুদেশ ধনকড়ের কোনও ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। তবে অন্য কোনও হতাহতের যেমন খবর নেই তেমনই ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে সামান্যই।

আজ ভোর পাঁচটা নাগাদ রাজভবনের পেছনের দিকে হঠাৎ করে কালো ধোঁয়ায় ঢেকে যায়। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন নিরাপত্তায়  থাকা কর্মীরা। এমত অবস্থায় সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বিভাগে। তৎক্ষণাৎ ঘটনা স্থলে উপস্থিত হয় দমকলের ৬ টি ইঞ্জিন।

দেখা যায় রাজভবনের তিন তলায় আগুন লেগেছে। যেহেতু সেই তলায় বালিশ এবং তোশক ছিল ফলে আগুন দাবানলের মত ছড়িয়ে পড়ে। দাবানলের ইঞ্জিন প্রথমিক ভাবে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন আয়ত্তে আনতে পারে দমকল কর্মীরা।

তবে রাজ্যপাল জগদীপ ধনকড় এবং তাঁর স্ত্রী সুদেশ ধনকড় নিরাপদেই আছে বলে জানাচ্ছে নিরাপত্তা রক্ষীরা। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায় নি। অনুমান করা হচ্ছে যে শর্টসার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। সেটা বর্তমানে ক্ষতিয়ে দেখছে নিরাপত্তা রক্ষীরা।