পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেলো আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে গেল লিওনেল মেসির দল। নিজে গোল করেও দলকে জেতাতে পারলেন না মেসি। হেরে গিয়ে মাঠ ছাড়তে হলো তাকে।
মঙ্গলবার নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সৌদি আরব এবং লিওনেল মেসির দল আর্জেন্টিনা। তবে সৌদি রক্ষণের কাছে আটকে গেলেন মেসি, লাওতারো এবং ডি মারিয়ারা। অনবদ্য সৌদির গোলরক্ষক আলওয়াইসি। গোলের সামনে পর্বতের মত দাঁড়িয়ে ছিলেন তিনি। তাকে টপকে যেতে পারলেন না আর্জেন্টাইন স্ট্রাইকারা। নিজের পুরোটাই উজাড় করে দিলেন সৌদি ফুটবলাররা। মাঠে নাম নয় খেলাটাই হল আসল। এটাই প্রমাণ করলেন সৌদি ফুটবলাররা।
ম্যাচের প্রথমার্ধে শুরুটা বেশ ভালোই করে আর্জেন্টিনা দল। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলেই উঠছিল মেসি বাহিনী। তার ফলে অনেক সুযোগ তৈরি হয়েছিল প্রথমার্ধেই। শুরুতে প্রথম দুই মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারতো মেসিরা। তবে প্রথম গোলটি তুলে নিতে বেশি সময় লাগেনি আর্জেন্টিনা দলের। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ভার প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেয় রেফারি। প্রথমার্ধে আরো তিনটি গোল করে আর্জেন্টাইন দল, কিন্তু প্রতিটি গোল বাতিল হয়ে যায় অফসাইডের এর জন্য। অন্যদিকে, গোটা ম্যাচে মেসিকে জোনাল মার্কিংয়ে রেখেছিল সৌদি দল। তাই বারবার জায়গা পরিবর্তন করে খেলছিলেন তিনি।
🚨 What Saudi defender Al-Bulayhi screamed at Lionel Messi was brutal, Messi was left in shock pic.twitter.com/d8mRfpOxH4
— SPORTbible (@sportbible) November 22, 2022
দ্বিতীয়ার্ধে বদলে গেল খেলার ছবি। প্রথম পনেরো মিনিটে জোড়া গোল করে ম্যাচে এগিয়ে যায় সৌদি আরব। গোল হওয়ার পরেই বদলে যায় সৌদি আরবের খেলার ধরন। ধীরে ধীরে আক্রমণের পর আক্রমণ তুলে আনছিল তারা। আর্জেন্টিনার রক্ষণের ভুলে ৪৮ মিনিটের মাথায় গোল করেন সালে আলশেহরি। ম্যাচে সমতা ফেরায় সৌদি আরব। প্রথম গোলের পাঁচ মিনিট পরেই দ্বিতীয় গোলটি তুলে নেয় সৌদি দল। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দুরন্ত শটে গোল করেন সালেম আলদাওশারি। ১-২ গোলে পিছিয়ে পড়েন মেসিরা।
গোল শোধ করার অনেক চেষ্টা করেছিল আর্জেন্টিনা। বারবার সৌদির অর্ধে আক্রমণ তুলে আনছিল তারা। কিন্তু গোলের দেখা পায়নি। গোলের সামনে পর্বতের মত দাঁড়িয়ে ছিলেন সৌদির গোলরক্ষক আলওয়াইসি। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন তিনি। সময় যত এগিয়ে আসছিল ততোই চাপ বাড়ছিল মেসিদের উপর। শেষের দিকে সৌদি বক্সের ভেতর ঢুকেও গোলের মুখ খুলতে পারেনি আর্জেন্টাইন দল। অতিরিক্ত সময়ে অনেকগুলো গোল লাইন সেভ করে সৌদি ফুটবলাররা, অবশেষে হেরে মাঠ ছাড়তে হল মেসির দলকে।