বিধানসভা ভোট, west bengal poll, west bengal vote
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভোর হলো দোর খোলো, ভোট দিতে চলো রে! পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ভোট নিয়ে কম চিন্তিত নন রাজ্যের মানুষ। এবার রাত পোহালেই ভোট। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রাজ্যে।

আগামীকাল শনিবার অর্থাৎ ২৭ শে মার্চ পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। ইতিমধ্যেই প্রথম দফার ভোট নিয়ে তড়িঘড়ি শুরু হয়ে গিয়েছে। ভোট কর্মীরাও রওনা দিয়েছেন ভোটকেন্দ্রে এবং ভোট কর্মীদের নিরাপত্তা রক্ষার জন্য তৎপর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

বিধানসভা ভোটে শান্তশিষ্ট পরিবেশ বজায় রাখার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সকাল থেকেই প্রথম দফার ৩০ টি ভোট কেন্দ্রে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

পাঁচটি জেলায় ৩০ টি কেন্দ্রে হবে প্রথম দফার ভোট। বাংলায় ‘খেলা হবে খেলা হবে’ এই স্লোগান বাংলার মানুষ দীর্ঘদিন ধরেই শুনে আসছে। এবার শেষমেষ রাত পোহালেই শুরু হবে সেই “খেলা”। শনিবার সকাল হতে না হতেই প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াবে বাংলার মানুষ। প্রথম দফার ভোটগ্রহণ হবে মূলত জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকাতেই।

ভোট প্রদানের আগেই নির্বাচন কমিশনের নয়া আইন মেনে ভোট দিতে যাবে ভোটারদের। ভোটের আগেই বাড়তি সর্তকতা কমিশনের। প্রত্যেক ভোট কর্মীদের মাক্স ও হ্যান্ড গ্লাভস দিচ্ছে নির্বাচন কমিশন। এছাড়াও নির্বাচন কমিশন জানিয়েছে প্রত্যেক ভোটদাতাদের কে মাক্স এবং স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস পরে ভোট দিতে যেতে হবে। তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছেন, ইভিএম চেক করে তারপর ভোট কর্মীদের হাতে তুলে দেবেন। তিনি বারবার করে সতর্ক করে দিয়েছেন ভোট দাতাদেরকেও।

ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই পাঁচটি জেলায় ২৭ শে মার্চ অর্থাৎ আগামিকাল শনিবার হবে প্রথম দফার ভোট। এই পাঁচটি জেলার মধ্যে ৩০ টি কেন্দ্র থেকে প্রথম দফার ভোট গ্রহণ করা হবে। ঝারগ্রাম জেলার বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ও ঝাড়গ্রাম কেন্দ্র থেকে ভোট গ্রহণ হবে। বাঁকুড়া জেলার রায়পুর, রানিবাঁধ, ছাতনা, শালতোড়া, কেন্দ্র থেকেও হবে প্রথম দফার ভোটগ্রহণ।

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি ও দক্ষিণ কাঁথি এবং পটাশপুর, ভবানীপুর, খেজুরি, রামনগর, এগরা কেন্দ্র থেকে প্রথম দফার ভোট গ্রহণ হবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, কেশিয়াড়ি, খড়গপুর, গড়বেতা, শালবনী, ও মেদিনীপুর এই কেন্দ্রগুলি থেকে ভোট গ্রহণ হবে।