আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী, তাউকটে
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ তান্ডব দেখাতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকটে। আরব সাগরের উপর সৃষ্ট নিম্নচাপ তার গতি বাড়িয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পরিণত হয়েছে যা ইতিমধ্যেই আছড়ে পড়েছে কর্নাটক, কেরল সহ গোয়াতে।

গতবছর ঠিক এমন সময়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লন্ডভন্ড চালিয়েছিল। গাছপালা ভেঙ্গে একাকার হয়ে গিয়েছিল। তবে এবার আমফান এর মতই শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকটে তার তান্ডব দেখাতে শুরু করেছে। জানা গিয়েছে তার গতিবেগ আরও বাড়িয়ে আজ গুজরাটের পৌরবন্দর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী, তাউকটে
চিত্র- সংগৃহীত

কর্ণাটক, কেরল ও গোয়াতে তান্ডব দেখিয়ে চলেছে সুপার সাইক্লোন তাউকটে। আরব সাগরের উপর নিম্নচাপ সৃষ্টি হওয়ায়, দুদিন আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কেরল-এ। ভরি বৃষ্টির চেয়েও অতি ভারী বৃষ্টি হতে শুরু করেছে সেখানে। রীতিমতো সেখানকার ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গেছে। অন্যদিকে রবিবার বেলা চড়তেই ব্যাপক ঝড় বৃষ্টি দেখা দেয় গোয়াতে।

শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকটের প্রভাবে গাছপালা ভেঙ্গে একাকার হয়ে গিয়েছে গোয়াতে। এ ছাড়াও বহু মানুষের ঘর উড়িয়ে নিয়ে গিয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্তন জানিয়েছেন, সুপার সাইক্লোন তাউকটের প্রকোপে প্রায় ২০০ টির কাছাকাছি ছো- বড় ঘর ভেঙে পড়েছে। এছাড়াও অনেক বাড়ির ঘরের চাল উড়িয়ে নিয়ে গিয়েছে এই সুপার সাইক্লোন।

তাউকটের প্রকোপ-এ যোগাযোগ ব্যবস্থাও হয়েছে বিচ্ছিন্ন। রাস্তাজুড়ে গাছপালা ভেঙেচুড়ে পড়ে রয়েছে। সঙ্গে বিদ্যুৎ-এর পোষ্টার গুলিও ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গাতেই বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গিয়েছে। প্রভাব দেখা দিয়েছে কর্নাটকেও। তবে শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকটের প্রকোপে রবিবার কেরল-এ মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়াও এই শক্তিশালী ঝড়ে কর্নাটকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ২ জনের। অন্যদিকে গোয়া থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ২ জনের। এমন ভয়াবহ পরিস্থিতে মৎস্যজীবীদের উদ্দেশ্যে করা হয়েছে সতর্কতা।

গতবছর বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেলেও তার দাপট গোটা দেশবাসী দেখেছে। এমন শক্তিশালী ঝড় এর আগে কখনো দেখেনি দেশের মানুষ।  আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই শক্তিশালী ঘূর্ণিঝড় তার গতি বাড়িয়ে ঘন্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতি নিয়ে গুজরাটের পৌরবন্দর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। তবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৭৫ কিলোমিটার।