পশ্চিমবঙ্গ ডেস্কঃ আগামী ২৪ শে জুলাই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চলেছে। তাই কার্যত মেয়াদ শেষের পূর্বেই রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। রাষ্ট্রপতি নির্বাচন ভোটকে কেন্দ্র করেই কেন্দ্রের শাসক দল বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, বিজেপির পক্ষে রাষ্ট্রপতি নির্বাচন খুব একটা সহজ হবে না।
গতকাল বুধবার রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্রবিন্দুতে রেখে একাধিকবার গেরুয়া শিবিরকে নিশানায় নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, যার মধ্যে চারটি রাজ্যে উঠেছে গেরুয়া ঝড়। যার কারণে বিজেপির দাবি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনেও তাদের জয় নিশ্চিত। কিন্তু অপর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পাঁচটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যে গেরুয়া শিবির জিতলেও, তাদের আসন সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। যার ফলে রাষ্ট্রপতি নির্বাচনে গেরুয়া শিবিরের হালে জল তোলা খুব কষ্টকর হয়ে উঠবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, “সামনেই রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। আমাদের সমর্থন ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। এটা খবরদার ভুলে যেও না।” এরপর তিনি আরও বলেন, “দেশে মোট সাংসদদের অর্ধেকও যাদের নেই। তাদের মুখে এত বড় বড় কথা মানায় না। বিরোধীদের সমস্ত সাংসদকে একত্র করলে যে কোনও দিন তাদের থেকে বেশি হবে।”
জানিয়ে রাখি, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী অখিলেশ যাদবের হয়ে প্রচার করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, “বিধানসভায় হারলেও আগের চেয়ে অনেক বেশি আসন পেয়েছে সমাজবাদী পার্টি। তাই খেলা এখনও শেষ হয়নি।”
বুধবার তৃণমূল ও বিজেপি নিয়ে তোলপাড় হয় বিধানসভা। যার ফলে বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার পর তীব্র কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, “পালিয়ে গেল। যদি গোরু চুরির কথা বলে দিই, বালির কথা বলে দিই। এঁচড়ে পাকা সব।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশের।
এদিন বিধানসভাতে ছিল রাজ্য পুলিশ বাজেট। সেখানেও দিল্লির পুলিশ এবং সিবিআইকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “পুলিশ পুলিশের কাজই করছে। দু’একজনের ভুল ভ্রান্তির জন্য এমনটা নয় যে বাংলার পুলিশ কালো আর দিল্লির পুলিশ ভালো। বাংলার পুলিশের সঙ্গে একমাত্র স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা হয়।”