পশ্চিমবঙ্গ ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পরীক্ষা ছাড়াই চাকরির বাম্পার অফার নিয়ে এলো রেল কর্তৃপক্ষ। দেওয়া লাগবে না লিখিত পরীক্ষা, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই পেয়ে যাবেন চাকরি। ভারতীয় রেলওয়েতে চাকরি করতে চাইলে এখুনি আবেদন করুন। রয়েছে একাধিক শূন্যপদ।
কঙ্কন রেলওয়ে তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোঙ্কন রেলওয়ে লিমিটেড জম্মু-কাশ্মীরে ইউএসবিআরএল প্রোজেক্টে একাধিক শুন্য পদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। মাসিক বেতন ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
বয়সঃ
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য ০১/০৯/২০২১ তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩০ বছর হওয়া আবশ্যক। এর পাশাপাশি জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ০১/০৯/২০২১ তারিখের নিরিখে ২৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীর জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বি ই বা বিটেক। পাশাপাশি আবেদনকারীকে যেকোনো একটি ইনস্টিটিউট থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
বেতনঃ
প্রতিমাসে সিনিয়র টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীদের কে বেতন দেওয়া হবে ৩৫ হাজার টাকা। পাশাপাশি জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীদের কে বেতন দেওয়া হবে ৩৫ হাজার টাকা।
কোনরকম পরীক্ষা ছাড়াই চাকরির বাম্পার সুযোগ। শুধুমাত্র ইন্টারভিউ দিলেই পেয়ে যাবেন চাকরি। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী প্রার্থীদের নেওয়া হবে ২০/০৯/২০২১ থেকে ২২/০৯/২০২১ তারিখ পর্যন্ত। ইন্টারভিউ চলবে সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত। পাশাপাশি জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ২৩/০৯/২০২১ থেকে ২৫/০৯/২০২১ তারিখ পর্যন্ত এবং ইন্টারভিউ এর সময়সীমা সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত।
চাকরি প্রার্থীর আবেদন করতে চাইলে এক্ষুনি আবেদন করে ফেলুন konkanrailway.com এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে।