পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভারতের বিরোধী শক্তিদের দাবি, সুপ্রিম কোর্টকে ব্যবহার করা হচ্ছে। আর বিবিসির তথ্যচিত্রটিও নাকি অসত্য তথ্যের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। সেই কারণেই আরএসএস(RSS) নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি (BBC Row) তথ্যচিত্র ইস্যুতে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বলে জানা গিয়েছে।
বর্তমানে বিবিসির তথ্যচিত্র নিয়ে তোলপাড় হচ্ছে গোটা দেশ। বিতর্কের মাঝেই তাদের অফিসেও সমীক্ষা চালিয়ে যাচ্ছে আয়কর দপ্তর। এদিকে কলেজিয়াম প্রথা নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে কেন্দ্রের মতবিরোধ চলছে রীতিমত। এরই মাঝে আরএসএসের এধরনে অভিযোগ সকলের সামনে এসেছে। আর তাদের এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
মঙ্গলবার বিবিসির দিল্লি, মুম্বইয়ের দপ্তরে অভিযান চালিয়ে ছিল আয়কর দপ্তর। তার আগের দিনই নাকি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মুখপত্র পাঞ্চজন্যের সম্পাদকীয়তে বিবিসির তথ্যচিত্রের সমালোচনা করা হয়েছে। মুখপত্রের সম্পাদকীয়র লেখক হিতেশ কুমার প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও। তাঁর দাবি, নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। তিনি আরো বলেন যে, ভারতবর্ষকে বদনাম করার জন্যই এই তথ্যচিত্র তৈরি করা হয়েছে।
বর্তমানে বিবিসির তৈরি এই তথ্যচিত্র সম্প্রচার এদেশে নিষিদ্ধ করা হয়েছে। এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলায় কেন্দ্রের কাছে নোটিস তলব করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ওই সম্পাদকীয়তে। লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত ভারতের। সেটি দেশের করদাতার টাকায় চলে। সুপ্রিম কোর্টের কাজ ভারতীয় রীতিনীতি ও বিধি মেনেই হওয়া উচিত।
সুপ্রিম কোর্ট ভারতীয়দের স্বার্থের জন্যই তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে সেটা দেশবিরোধী শক্তির উদ্দেশ্যপূরণের অস্ত্র হিসেবে কাজ করছে। যেটি কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ জনগণের মধ্যে।