ডিএ, DA
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে দাবানলের মত আছড়ে পড়েছে। এমত অবস্থায় একে একে বাতিল হতে শুরু হয়েছে সমস্ত সরকারি পরিষেবা। আবারও বন্ধ হচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বাতিল হচ্ছে ট্রেন, বিমান এবং অন্যান্য পরীক্ষা।

দেশের বেশ কিছু রাজ্যে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেছে। মহারাষ্ট্রে আংশিক লক ডাউন ঘোষণা হয়ে গেছে। মহারাষ্ট্র ছাড়াও পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লী তেও পরিস্থিতি উদ্বেগ জনক রূপ নিচ্ছে। তারই মধ্যে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রমশ আশঙ্কা জনক রূপ নিচ্ছে।

এতো কিছুর মধ্যেও সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। চার রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট এবং করোনা পরিস্থিতির মাঝেই সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ এর কথা ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

প্রায় ৫০ লাখ কেন্দ্রীয় সরকারের কর্মী এবং ৬৫ লাখ পেনশন ভোগী তাকিয়ে আছে সপ্তম পে-কমিশনের দিকে। যা তারা খুব তাড়াতাড়ি পেতে চলেছে বলে মনে করছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন সংসদে অনুরাগ ঠাকুর লিখিত দিয়ে বলেন যে আগামী ১লা জুলাই থেকে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ।

প্রসঙ্গত গত বছরই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ বাড়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির জেরে সমস্ত ডিএ আটকে দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই কারণেই ৩ মাসের বকেয়া ডিএ একেবারে দিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

উল্লেখ্য সপ্তম পে-কমিশানের রিপোর্ট অনুযায়ী ১৭ থেকে ২৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কেন্দ্র সরকারের কর্মচারীদের ডিএ। যেহেতু ২০১৯ সালে করোনা পরিস্থিতিতে স্থগিত ছিল কেন্দ্র সরকারের কর্মচারীদের ডিএ। সেহেতু এই বছর অর্থাৎ ২০২১ সালে বেশ ভালো রকম ডিএ পাবেন কেন্দ্র সরকারের কর্মচারীরা।