নিউজিল্যান্ড, ভারত, করোনা ভাইরাস,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর ধাক্কায় ভারত একেবারে বিপর্যস্ত। প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে এই সংক্রমণ। এক্ষেত্রে আবার যুক্ত হয়েছে নতুন তিনটি স্ট্রেন। আর এই পরিস্থিতিতে ভারতীয়দের নিজেদের দেশে প্রবেশ নিষিদ্ধ করল নিউজিল্যান্ড সরকার।

করোনা ভাইরাসের নতুন ধাক্কা সামলাতে এবারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার। যেহেতু নিউজিল্যান্ডে করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় শেষ হয়ে গিয়েছে। এমত অবস্থায় একেবারে কঠোর হাতে করোনা মোকাবিলা করছে নিউজিল্যান্ড সরকার। ভারতে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর, এই মুহূর্তে ভারতীয়দের নিউজিল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল ওই দেশের সরকার।

এছাড়াও নিউজিল্যান্ড সরকারের আতঙ্কের আরও একটি কারণ হল নতুন কিছু করোনা সংক্রমণের এর সামনে আসা। এমনিতে এই দেশে করোনা সংক্রমণ প্রায় তলানিতে এসে ঠেকেছিল কিন্তু নতুন করে আবারও ২৩ জনের মধ্যে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ে। যার মধ্যে আবার ১৭ জন ভারতীয়। সেক্ষেত্রে ভারতের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড সরকার।

যদিও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেছেন যে, এই নিষেধাজ্ঞা সাময়িক। আগামী ১১ ই এপ্রিল থেকে ২৮ শে এপ্রিল অবধি এই নিয়ম বহাল থাকবে। তারপর পরিস্থিতি বিবেচনা করে এবং সমস্ত কিছু ঠিক থাকলেই তুলে নেওয়া হবে এই নিষেধাজ্ঞা। যেহেতু প্রথম থেকেই করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে একেবারে তৎপর নিউজিল্যান্ড সরকার সেহেতু করোনা সংক্রমিত ভারতীয়দের প্রথমে টেস্ট করে তারপর তাদের আইসলেশানে রাখার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড সরকার।

যদিও এই মুহূর্তে সারা বিশ্বে আবারও করোনা পরিস্থিতি ক্রমশ অস্বাভাবিক রূপ নিচ্ছে। তার মধ্যে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের অবস্থা মারাত্মক। ভারতেও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। ভারতের মহারাষ্ট্রে ইতিমধ্যে সাময়িক লকডাউন জারি করেছে সরকার।