পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে এবার পথে নামলেন রাজ্যপাল জগদীপ ঘনখড়। তিনি সন্ত্রাস কবলিত এলাকা গুলিতে ঘুরে ঘুরে দেখেন।
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য সরকারের কাছ থেকে কোন প্রকার রিপোর্ট না পাওয়ায়, রিপোর্ট তলব করা হয় রাজ্যপালের কাছে। সেই রিপোর্টের কথা উল্লেখ করে রাজ্যপাল জানিয়েছেন, “অতিরিক্ত মুখ্য সচিব এইচএস দ্বিবেদীর কাছে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট চেয়ে পাঠিয়ে ছিলেন তিনি। কিন্তু তিনি তা পাঠান নি।”
সেই কারণেই ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যপাল খোদ মাঠে নামলেন। পরিস্থিতি দেখে এবার স্বরাষ্ট্রমন্ত্রক-কে রিপোর্ট পাঠাবেন রাজ্যপাল। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি গতকাল গিয়েছিলেন কোচবিহারের মাথাভাঙ্গা, শীতলকুচি সন্ত্রাস কবলিত এলাকা গুলিতে। সেখানে গিয়ে তিনি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং বিস্তারিত জানার চেষ্টা করেন এবং তিনি তাদের আসস্থও করেছেন।
আরও পড়ুনঃ রাজ্যভবনে ডেকে পাঠালেন মুখ্যসচিবকে, ভোট-পরবর্তী হিংসার রিপোর্ট না পাওয়ায় বিস্ফোরক টুইট রাজ্যপালের
গতকাল তিনি কোচবিহারের সন্ত্রাস কবলিত এলাকা গুলি ঘুরে দেখেন তারপর তিনি সার্কিট হাউসে রাতে থাকার বন্দোবস্ত করেন। সেখান থেকে তিনি রাতের বেলা টুইট করে জানিয়েছিলেন ভোট-পরবর্তী হিংসায় যারা পশ্চিমবঙ্গ ছেড়ে আসামে গিয়ে ত্রাণশিবিরে রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। তিনি জানিয়েছিলেন আজ সকাল ৮ঃ১৫ মিনিট নাগাদ বিএসএফ হেলিকপ্টারে করে তিনি কোচবিহার থেকে আসামের রানপাগলি গিয়ে পৌঁছাবেন।
WB Governor Shri Jagdeep Dhankhar will be visiting Ranpagli camp in Assam sheltering post-poll violence affected WB people. He will interact with those who have taken refuge in camp.
Governor will reach Ranpagli, Assam on May 14 at 8.15 am by BSF Helicopter from Coochbehar.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 13, 2021
তাঁর কথামতোই তিনি আজ সকালেই আসামের ত্রাণশিবিরে গিয়ে পৌঁছেছেন। একুশের নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর কোচবিহারের বহু বিজেপি কর্মী সমর্থকরা প্রাণ ভয় আসামে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আসামের সেই ত্রাণশিবিরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় পৌঁছায় এবং আসামের ত্রাণশিবির টি অর্থাৎ আগমনী রানপাগলি প্রাথমিক বিদ্যালয়টি তিনি ঘুরে দেখেন। রাজ্যপালের সঙ্গে এদিন দেখা গিয়েছিল নিশীথ প্রামানিক কেউ।
আরও পড়ুনঃ রাজ্যে কৃষকদের জন্য বিশাল বড় সুযোগ, জেনে নিন বিস্তারিত
তবে ত্রাণশিবিরে পৌঁছাতেই রাজ্যপাল কে দেখে ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়া মানুষগুলি বুক ভরা কান্না ভেঙে পড়েন। সেখানে গিয়ে তিনি ঘরছাড়া মানুষদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়া মানুষদেরকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
While at Coochbehar DM @HomeBengal & SP @WBPolice @MamataOfficial remained non responsive & incommunicado, (a conduct least expected of members @IASassociation @IPS_Association ) at Ranpagli in Assam as per protocol Divisional Commissioner, Special DGP , DM and SP were present. pic.twitter.com/Yi9sbS7crs
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 14, 2021