mamata banerjee, narendra modi, jagdeep dhankhar, cyclone yaas
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস তার তান্ডব দেখিয়েছে পশ্চিমবঙ্গ সহ ওড়িষ্যা উপকূলে। তবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণে। ঘূর্ণিঝড় ইয়াস বিপর্যস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজ্যের বিপর্যস্ত এলাকা গুলি আকাশপথে পরিদর্শন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের চেয়ারে বসার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব একটা মধুর সম্পর্ক নয় রাজ্যপালের।

তবে শক্তিশালী ঘূর্ণিঝড় মোকাবিলায় তৃণমূল নেত্রী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে লিখেছেন, “ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার ভালো কাজ করেছে। বিপর্যয় মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা প্রশংসনীয়। আশা করছি ত্রাণ ও পুনর্বাসন প্রতিক্রিয়া ও স্বচ্ছ ভাবে চলবে।”

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে নিজের উপস্থিতির কথা খোদ টুইট করে জানালেন রাজ্যপাল। তিনি টুইট করে লিখেছেন, “ওয়েস্টবেঙ্গল গভর্নর জগদীপ ধনখড় কলাইকুন্ডায় ভারতীও বায়ুসেনার বিমানঘাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রহণ করবেন। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াসের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে যোগদান করবেন রাজ্যপাল জাগদীপ ধনকার।”

প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদীর ওই বৈঠকে রাজ্যপালের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। রাজ্যের রাজ্যপাল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকতেই পারেন। কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যপালের উপস্থিতির ঘটনা তেমন চোখে পড়েনি। রাজ্যপালকে ঘিরেই ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। সূত্রের খবর, রাজ্যপাল, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকের উপস্থিত থাকবেন, তার কারণ বৈঠকের পর রাজ্য সরকার আলোচনা মত সঠিক পদক্ষেপ নিচ্ছে কিনা, তা নজর রাখতেই রাজ্যপালের এমন পদক্ষেপ বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ।

তবে গতবছর আমফানে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বিপর্যস্ত এলাকা গুলি আকাশপথে পরিদর্শন করার পর বসিরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমফানের সেই বৈঠকেও উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। আমফান-এর মতোই এবারের বৈঠকেও উপস্থিত থাকছেন রাজ্যপাল। এ দিন সকালেই তিনি তা টুইট করে জানিয়ে দিয়েছেন।