নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ, ভোট, রাজ্যপাল, জগদীপ ধনকড় তৃণমূল, বিজেপি
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- সকাল থেকে পশ্চিমবঙ্গে চলছে দ্বিতীয় দফার ভোট দান। সেই ভোটদান ঘিরে সকালে অবস্থা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। পক্ষ এবং বিরোধী পক্ষের লড়াইয়ে যেন কুরুক্ষেত্রের ময়দানে পরিণত হয় নন্দীগ্রাম।

সারাদিন বাড়ি থেকে না বেরোলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হলে বয়ালে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল সুপ্রিমো পৌঁছতেই শুরু হয় তৃণমূল বিজেপি তুমুল সংঘর্ষ। সেই কেন্দ্র থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেন মুখ্যমন্ত্রী এবং সবিস্তারে সমস্ত পরিস্থিতির বর্ণনা দেন।

সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন্দ্রস্থলে পাঠানো হয় বিশাল পুলিশ বাহিনী আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় পুরো সুরক্ষা। এই প্রসঙ্গে রাজ্যপাল টুইট করে জানান যে, “সমস্যাগুলি শুনেছি, কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফোনে কথা হয়েছে।”

রাজ্যপাল জগদীপ ধনকড় আরো বলেন, “আমি নিশ্চিন্ত আইন মেনেই সব ব্যাবস্থা হবে। আমার বিশ্বাস সেই গণতন্ত্রকে বাঁচাতে এবং সমৃদ্ধ করতে সবাই আন্তরিকতার সাথেই কাজ করবে। গণতন্ত্রের স্বার্থে সঠিক পদক্ষেপ।” যদিও কিছুক্ষণের মধ্যেই সেই বুথ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মাননীয়াকে।

আরও পড়ুনঃতৃণমূল সুপ্রিমো রাস্তায় নামতেই উত্তপ্ত নন্দীগ্রাম ! বুথে বসেই ফোন রাজ্যপালকে