করোনা ভাইরাস
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কিছুদিন আগে থেকেই কেন্দ্র করোনা মোকাবেলার জন্য ১৮ বছরের উপরের নাগরিকদের ভ্যাক্সিনেশন চালু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় লকডাউন এবং সচেতনতা মানুষকে কিছুটা স্বস্তির আশ্বাস দিচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে, করোনার প্রভাব খানিকটা হ্রাস পাচ্ছে। নামছে মৃত্যুর গ্রাফ। বাড়ছে সুস্থতার হার।

বর্তমানে ভারতবর্ষে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা আরো বেশি সচেতনতা গ্রহণ করতে বলছেন, যাতে আমরা এই মারণব্যাধি থেকে খুব শিগগিরই রেহাই পেতে পারি। গত সোমবার দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬ জন। ২৪ ঘন্টায় দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২ জন।

এখনো পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন। দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের। পরপর কয়েক দিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতবর্ষের জনসংখ্যা অত্যাধিক হওয়ায় সকলকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি এখনো। তবুও মোট ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জনকে এখনো পর্যন্ত ভ্যাকসিনেশন পদ্ধতির আওতায় আনা সম্ভব হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতবর্ষে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। গত সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক অনেকটাই হ্রাস পেয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দিনদিন অত্যাধিক হারে বেড়ে যাচ্ছিল। কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমায় খানিকটা স্বস্তিতে দেশ।

গত ২৪ ঘন্টায় মৃত্যুর হারও অনেকটা কমেছে। পরিসংখ্যানে যেখানে দেখা যাচ্ছিল, গত সোমবার মৃত্যুর হার ছিল ৪ হাজার ৪৫৪ জন, সেখানে মঙ্গলবার মৃত্যুর হার ৩ হাজার ৫১১ জন। সুস্থতার হারও অনেক বেশি। মঙ্গলবার সুস্থ হয়েছে ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন।