পশ্চিমবঙ্গ ডেস্কঃ নন্দীগ্রামে ভোটের দিনই বিজেপি কর্মীর মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই বিজেপি কর্মীর মৃতদেহ।
আজ বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। নন্দীগ্রাম হটস্পট কেন্দ্র হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। সারাদেশের রাজনৈতিক মহলের আজকে কেন্দ্রবিন্দু হল নন্দীগ্রাম।
দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে নন্দীগ্রামকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। বাড়তি নজরদারিও চলছে নন্দীগ্রামে। এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারী এবং আকাশপথেও হেলিকপ্টারে চলছে নজরদারি।
ভোট বুথে যাতে সমস্যা না হয় সেই জন্য ভোট বুথে চারজন কেন্দ্রীয় বাহিনী দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এছাড়াও নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জন্য দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুনঃ দ্বিতীয় দফার ভোটের দিনই রাজ্য সফরে মোদীজি, আবেদন জানালেন বাংলার মানুষের কাছে
নন্দীগ্রাম কেন্দ্রে নিরাপত্তা রক্ষার জন্য ২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এত নিরাপত্তা রক্ষাকারী ও কড়া নজরদারি চালানোর পরেও নন্দীগ্রামে ভোটের দিনই বিজেপি কর্মীর মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই বিজেপি কর্মীর মৃতদেহ।
মৃত বিজেপি কর্মীর নাম উদয় শংকর দুবে। পরিবার সূত্রে খবর, উদয় শংকর ছিলেন একজন বিজেপি কর্মী। তিনি বিজেপি দল করায়, কয়েকদিন ধরে তাকে হুমকি দিচ্ছিল তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীরা মৃত বিজেপি কর্মী উদয় বাবু কে ভোট দিতে যেতে মানা করে।
পরিবারের অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীদের ভয় পেয়ে আত্মহত্যা করেছেন বিজেপি কর্মী উদয় শংকর দুবে। নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয়েছে দেহ।
দ্বিতীয় দফার ভোটের লাইভ আপডেট পেতে চোখ রাখুন poschimbongo.com -এ।