ওয়েব ডেস্ক:- হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ করোনা আক্রান্ত হয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালেও ভর্তিও ছিলেন। অবশেষে ২৫ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ (Anil VIj)।হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী নিজে টুইট করে জানালেন, ‘আমাকে আজ মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া হয়েছে, বাড়িতে অক্সিজেন এর সাপোর্টে থাকব’।
হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ কোভ্যাকসিন নেওয়ার দিন দশেকের মধ্যে করোনা আক্রান্ত হন। করোনা ভাইরাস তাকে গ্রাস করে ফেলে এবং তার শারীরিক অবনতি ঘটতে থাকে ফলে তাকে হসপিটালে এডমিট করানো হয়। তিনি করোনায় আক্রান্ত হয়েই হসপিটালে স্থান্তরিত হন। কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রাইল চলাকালীন হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী গত ২০ নভেম্বর কোভাকসিন এর প্রথম ডোজ নেন। হরিয়ানাতে তিনিই প্রথম ছিলেন যিনি বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন নেওয়ার দিন দশেকের মধ্যে তিনি করোনা আক্রান্ত হন।
করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীকে সিভিল হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল ফলে হস্তান্তরিত করা হয় রোহতকের ‘পিজিআইএসএম’ হাসপাতালে। অনিল ভিজ কে সেখানে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয় কিন্তু অসুস্থতা বাড়ায়, রীতিমতো শারীরিক অবস্থা ভয়াবহ জায়গায় পৌঁছে যায়, ফলে ১৫ ডিসেম্বর গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং বুধবার তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন।