পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- নারদা কান্ডে শাসক দলের চার নেতার গ্রেপ্তারি নিয়ে মামলার শুনানির প্রথম দিনের শেষ হলো আজ। আজ কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি এই মামলার শুনানি চলল এবং প্রথম দিনের শেষে বিচারপতি বেঞ্চ রায় দিল, ‘ আগামীকাল ফের দুপুর দুটোর সময় এই মামলার শুনানির দ্বিতীয় দিনে পক্ষ-বিপক্ষের কথা শোনা হবে।’
প্রথম দিনের শেষে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল যাতে জামিন মঞ্জুর করা হয়, তার কোন নিষ্পত্তি হল না। সুতরাং অন্তত আরো একদিন জেল হেফাজতে থাকতে হবে ওই চারজন নেতাকে। আপাতত চারজনের মধ্যে দুজন নেতা এসএসকেএম হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন ও অন্য দুই নেতা প্রেসিডেন্সি জেলে রয়েছেন।
বিস্তারিত আসছে………