today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
দিনে গরমের দাপট অথচ রাতে শিনশিনে ঠাণ্ডা! বঙ্গে কি আদেও ফিরবে শীত? দেখুন কি বলছে আবহাওয়াঅফিস

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আবারো বঙ্গে ফিরবে শীত। আজ সোমবার সকালের দিকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শির-শিরানি ঠান্ডার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। গতকালের তুলনায় আজ সকালে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পতন ঘটেছে। আগামী মঙ্গলবার ও বুধবার আবারো তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও আগামী বৃহস্পতিবার থেকে ফের জাঁকিয়ে বসতে চলেছে ঠান্ডা। দেখে নিন কেমন থাকবে আজকের (৩০শে জানুয়ারি ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৪ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৭৮ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪১ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৬মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২৪মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
বর্তমানে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলগুলি ছাড়া আর কোনও স্থানে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বাদবাকি গোটা উত্তরবঙ্গ মোটের উপর শুষ্কই থাকবে। তবে আগামী ২ দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে উত্তরবঙ্গে বেশ ঠান্ডার উপস্থিতি অনুভব করা গিয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আকাশ আপাতত ৩-৪ দিন পরিস্কার থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সেই সাথে সন্ধ্যে এবং সকালের দিকে বেশ শীতের আমেজ অনুভব করা যাবে। সকালের দিকে কুয়াশার দৌরাত্মও লক্ষ্য করা গিয়েছে আজ। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই উষ্ণতার পারদ চড় চড় করে উঠতে শুরু করেছে। কলকাতা শহরের উপর শীতের আমেজ একটু কম অনুভূত হলেও উপকূলীয় জেলাগুলি কিংবা পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালো রকম শীত অনুভূত হচ্ছে।

আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজকের তুলনায় আগামী কাল তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে। সেই ধারা বজায় থাকবে বুধবার পর্যন্ত। তবে বৃহস্পতিবার পড়তেই আবারও তাপমাত্রা নিম্নগামী হবে, যা চলবে আগামী রবিবার থেকে সোমবার অবধি। সেই সাথে গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত ভাবে কুয়াশার দাপট দেখা যাবে। আগামী কয়েকদিন বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ ও কাল সামান্য বৃষ্টিপাত হতে পারে।