হাইকোর্ট, নির্বাচন কমিশন, কোভিড, করোনা ভাইরাস
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। এই ভোট ঘিরে কখনও হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের জনসভা কিংবা র‍্যালি। আবার কোথাও কোথাও এই ভোট গ্রহণ ঘিরে চরমে উঠেছে অশান্তি। ভোটে হিংসাত্মক কার্যকলাপ রুখতে কড়া পদক্ষেপ নিয়ে নিয়েছে কমিশন। এবার করোনা অতিমারির কথা মাথায় রেখে কমিশনকে ভোট করানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।

দেশে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে। বাড়ছে মৃত্যুর হার। দেশের মধ্যে পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লী এবং পশ্চিমবঙ্গের অবস্থা সবচেয়ে শোচনীয়। এমত অবস্থায় পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট।

বিধানসভা ভোটকে ঘিরে সারা রাজ্য জুড়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের জনসভা, র‍্যালি। আবার অন্যদিকে বিভিন্ন দফা ভোটের দিন চলছে বিভিন্ন দলের মধ্যে চরম অশান্তি। আর এই সব কারণেই আবারও দাবানলের মত চারিদিকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

এমত অবস্থায় গতকাল নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন জেলার আধিকারিকদের একটি বৈঠক হয় আর সেখানে প্রথমে একই সাথে বাকি দফার ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে গিয়ে পূর্ব নিয়মেই ভোট গ্রহণ সম্পন্ন হবার কথা ঘোষণা করা হয়। করোনা আবহে এই বিধানসভা নির্বাচনকে ঘিরে ভোটারদের সুরক্ষার কথা মাথায় রেখে নির্বাচন কমিশনকে করা ব্যবস্থা নেবার নির্দেশ দেয় হাইকোর্ট।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে হাইকোর্টের প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণনানের ডিভিশন বেঞ্চে বাকি দফা ভোট গ্রহণের সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। এছাড়াও আদালত জানিয়েছে যে করোনা আবহে এই মারাত্মক পরিস্থিতিতে সাধারণ মানুষকে যেমন সচেতন হয়ে সমস্ত কোভিড বিধি মেনে ভোট দিতে হবে, তেমনই সমস্ত রাজনৈতিক নেতাদের সচেতন হবার পরামর্শ দেওয়া হয় হাইকোর্ট থেকে।