নিজাম প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় বাহিনী, মমতা বন্দ্যোপাধ্যায় , নারদা কাণ্ড
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গতকাল নারদা কাণ্ড ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। সকালে নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তৃণমূলের ৩ মন্ত্রী বিধায়ক সহ শোভন ব্যানার্জিকে। যার ফলে নিজাম প্যালেস কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। কেন্দ্রীয় বাহিনী এবং নিজাম প্যালেসকে লক্ষ করে ছোঁড়া হয় ইট। এর পরই নড়ে চড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রক। নিজাম প্যালেসে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা নিয়ে রিপোর্ট পেশ করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রক।

২০১৬ সালের একটি স্টিং অপারেশান, যার জেরেই গতকাল এই চার নেতা গ্রেপ্তার হন। ২০১৬ সালের নারদা কাণ্ড ঘিরে সেই সময় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে ওঠে বিজেপি সহ অন্যান্য দল। সেই সময় শাসক দলের ওপর চাপ বাড়াতে হাইকোর্টে এর নির্দেশে সিবিআই সেই মামলার তদন্ত করতে থাকে।

দীর্ঘ পাঁচ বছরের তদন্তের পর গতকালই গ্রেপ্তার হয় তৃণমূলের চার হেভিওয়েট নেতা মন্ত্রী। যাকে কেন্দ্র করেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। নিজাম প্যালেস রণক্ষেত্রে পরিণত হয়। নিজাম প্যালেসে পাহারায় থাকা কেন্দ্রীয় বাহিনী এবং নিজাম প্যালেসকে লক্ষ করেই ইট ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা।

সাথে চলে বিজেপি বিরোধী স্লোগানও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে উপস্থিত হলে তিনি সেখানে অবস্থান বিক্ষোভ দেখান। দীর্ঘ ৬ ঘণ্টা সেখানে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেস ছাড়েন। রাতেই চার মন্ত্রীকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়।

পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে নিজাম প্যালেসে হওয়া কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার রিপোর্ট চেয়ে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোনও রকম কোনও বক্তব্য পেশ করেন নি।