পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ প্রকাশ্যে এলো সত্যি। রাখি সাওয়ান্তের অভিযোগে গ্রেপ্তার হলেন তার স্বামী আদিল খান দুরানি। সব তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাখি সাওয়ান্তের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে আদিলকে। সাম্প্রতিক সময়ে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা উঠেছে তুঙ্গে।
প্রসঙ্গত, বহুদিন আগে সকলের চোখে ফাকি দিয়ে লুকিয়ে বিবাহ সারেন রাখি-আদিল। তবে পরবর্তীতে সবটা ফাঁস হলেও অস্বীকার করেছেন আদিল। সম্প্রতি নতুন বছরে নিকাহনামা করে স্ত্রী হিসেবে রাখিকে স্বীকৃতি দিয়েছে আদিল। তারপর থেকেই জটিলতা সৃষ্টি হয়েছে তাদের বৈবাহিক জীবনে।
কিছুদিন আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী রাখি। তারপর থেকে এই বৈবাহিক জীবন নিয়ে দ্বন্দ্বে পড়েছেন রাখি। মিডিয়ার সামনে তাদের সাংসারিক জীবন নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেলতে দেখা গিয়েছে রাখিকে। তিনি মিডিয়ার মাধ্যমে আদিলকে বারবার ফিরে আসার অনুরোধও করেছেন। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। ফলে গত সোমবার রাখি সকলের প্রকাশ্যে আনেন আদিলের সব গোপন তথ্য। প্রকাশ্যে আনেন আদিলের গোপন পরকীয়ার কথা। আর সেই সব অভিযোগের প্রমাণ দেখে মঙ্গলবার আদিলকে গ্রেফতার করেন পুলিশ।
জানা গিয়েছে, আদিলের বিরুদ্ধে ওশিয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ করেন রাখি। তিনি অভিযোগ আনেন আদিল তার প্রযোজনা সংস্থার সমস্ত টাকা নিয়ে নষ্ট করেছে। তার সমস্ত টাকা নিয়ে প্রেমিকার সাথে প্রেমপর্ব চালিয়ে গেছে আদিল। প্রেমিকার নামও প্রকাশ্যে আনেন রাখি। এছাড়াও, আদিলের নামে অভিযোগ এনে বলেন, আদিল তাকে কেটে কুচিয়ে ফ্রিজে রেখে দেওয়ার হুমকি দিয়েছে। এমনকি রাখি পুলিশকে এও জানান যে, আদিলের জন্যই তার মা মারা গিয়েছে। কারণ আদিল তার সমস্ত টাকা নষ্ট করে দেওয়ায় তার মাকে ঠিক সময়ে চিকিৎসা করতে পারেনি রাখি।
ফলে এইসব অভিযোগের প্রমাণপত্র দিয়ে ওশিয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ করেন রাখি। তারপরেই আজ মঙ্গলবার রাখির বাড়িতে আদিল এলে সেখান থেকে আদিলকে গ্রেফতার করে পুলিশ প্রশাসন। আর সেই নিয়েই সারাদেশ জুড়ে চলছে তুমুল আলোচনা।