স্পোর্টস ডেস্কঃ- অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে দ্বিতীয় দিনের শেষে মোটামুটি চালকের আসনে ভারত। প্রথম ইনিংস মাত্র 244 রানে শেষ হলেও ভারতীয় বোলারদের দাপটে দিনের শেষে ম্যাচে ফিরেছে বিরাট বাহিনী।
দ্বিতীয় দিনের শুরুতে স্কোরকার্ডে কোন রান না যোগ করেই আউট হয়ে যান রবীচন্দ্রন অশ্বিন এবং ঋদ্ধিমান সাহা। ফের ভারতের তিন পেস বোলার মিলে মাত্র ১১ রান যোগ করেন ভারতের প্রথম ইনিংসে। মিচেল স্টার্ক চারটি, প্যাট কামিন্স তিনটি, নেথ্যান লায়ন এবং জোশ হেজলউড একটি করে উইকেট নেন।
অজিদের ব্যাটিংয়ে শুরুতেই বড় ধাক্কা দেন জশপ্রীত বুমরা। মাত্র 16 রানের মাথায় ম্যাথু ওয়েড কে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন বুমরা। দলীয় 29 রানের মাথায় আউট হন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওপেনার বার্নস। এরপর শুরু হয় রবীচন্দ্রন অশ্বিন এর যাদু। টেস্টের এক নম্বর রাঙ্কিং অধিকারী ব্যাটসম্যান স্টিভ স্মিথ উইকেট তুলে নেন অশ্বিন। ভারতীয় বোলারদের দাপটে বোলিংয়ে মাত্র 111 রানে 6 উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ব্যাটিং এর হাল ধরেন তাদের ক্যাপ্টেন টিম পেইন। বোলারদের সাথে নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আরো 80 রান যোগ করেন অজি ক্যাপ্টেন। প্রথম ইনিংসে 53 রানের লিড পায় ভারত। ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করলেও ভারতীয় ফিল্ডিং এর জন্য আজ 191 রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে অস্ট্রেলিয়া। ভারতীয় ফিল্ডিংয়ে এত ক্যাচ মিস শেষ কবে দেখা গিয়েছে তা মনে করা সত্যিই সম্ভব নয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পৃথ্বী শ এর। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ পৃথ্বী শ। মাত্র 4 রান করে প্যাট কামিন্স এর বলে আউট হয়ে যান পৃথ্বী শ। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামেন জশপ্রীত বুমরা।