oxygen cylinder, মুকেশ আম্বানি, mukesh ambani
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহারাষ্ট্র করোনা সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তা খুবই আশঙ্কাজনক অবস্থায়। করোনা রোগীদেরকে হাসপাতলে ভর্তি করানোর জন্য পাওয়া যাচ্ছে না বেড। কোভিড চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে ঔষধ নেই মহারাষ্ট্রে।

সংকট দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারেরও। প্রয়োজনের তুলনায় অক্সিজেন খুবই কম। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই সেখানে ১৪৪ ধারা জারি করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে পাঠিয়েছেন। বিশেষ বিমানে করে কভিড চিকিৎসার ঔষধ ও অক্সিজেন সিলিন্ডারের সাহায্য চেয়ে চিঠি লিখেছিলেন তিনি।

এবার মহারাষ্ট্রের করোনা মোকাবেলায় সামনে এগিয়ে এলেন মুকেশ আম্বানি। মহারাষ্ট্রে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম অক্সিজেন রয়েছে তবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছে মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

জানা গিয়েছে, মহারাষ্ট্রে কোভিড কবলিত এলাকার মানুষকে সাহায্য করতে ১০০ টন অক্সিজেন মহারাষ্ট্রে পাঠাবেন মুকেশ আম্বানি। গুজরাটের জামনগর রিফাইনারি থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে অক্সিজেন সিলিন্ডার পাঠানো হবে ট্রাকে করে। ব্যবসায়িক কাজের জন্য যে অক্সিজেন ব্যবহার করা হয়, সেই অক্সিজেন পরিবর্তন করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।

জামনগর রিফাইনারি থেকে মহারাষ্ট্রের কোভিড আক্রান্ত এলাকায় পাঠানো হবে ১০০ টন অক্সিজেন সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে। এই ঘটনায় মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্দে জানিয়েছেন, রিলায়েন্স এর তরফ থেকে খুব শীঘ্রই ১০০ টন অক্সিজেন পেতে চলেছে মহারাষ্ট্র সরকার এবং সেগুলি কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

কিছু দিনের মধ্যেই সেখানে রিলায়েন্স রিফাইনারির তরফ থেকে মহারাষ্ট্রে অক্সিজেন পাঠানো হবে একেবারেই বিনামূল্যে। সেই অক্সিজেন গুলি কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।