Burj Khalifa, Coochbehar, Dinhata, Kali Puja, West Bengal
দমকা হাওয়ায় হুড় মুড়িয়ে ভেঙে পড়লো বুর্জ খালিফার আদলে তৈরি দিনহাটার কালীপূজার মন্ডপ | চিত্ত্র - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যে দুর্গোৎসব ও কালীপুজা হলো অন্যতম। দুর্গা পূজার মরশুমে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় দেখা মিলেছে টুইন টাওয়ার ও বুর্জ খালিফার আদলে তৈরি বিশাল আকারের মণ্ডপের। সেই স্মৃতি আকড়ে ধরে কালী পূজার মরশুমে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তৈরি হচ্ছে বুর্জ খালিফা ও টুইন টাওয়ার। তবে কোচবিহারের দিনহাটায় কালীপূজা উপলক্ষে বুর্জ খালিফার আদলে তৈরি করা হয় পেল্লায় আকারের মন্ডপ। তবে দমকা হাওয়ার দাপটে কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ল দিনহাটার বুর্জ খালিফা।

গতকাল অর্থাৎ সোমবার কালী পূজার দিনেই কোচবিহারের দিনহাটার মহাকালহাটে বুর্জ খালিফার আদলে তৈরি বিশাল আকারের মন্ডপ ভেঙে পড়ল। দিনহাটার সীমান্তবর্তী এলাকা মহাকালহাট। মহাকাল হাটের দয়ার সাগর ক্লাবের কালীপূজা এ বছর ২৫ তম বর্ষে পদার্পণ করেছে। যে কারণে ৭ লক্ষ টাকার বাজেটে বুর্জ খলিফার আদলে সুউচ্চ মণ্ডপ তৈরি করা করেছে পুজো কমিটি। কিন্তু কালীপুজোর আগেই ঘটলো বিপত্তি। কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়লো দয়ার সাগর ক্লাবের সুউচ্চ বুর্জ খালিফা।

জানিয়ে রাখি, সোমবার সকাল থেকেই কোচবিহারের দিনহাটা সহ বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়া চলছিল। বেলা গড়াতেই হওয়ার দাপট বাড়তে শুরু করে। আর এই দমকা হাওয়ার দাপটেই দিনহাটার সুউচ্চ কালী পূজার মন্ডপটি তাসের ঘরের মতো হুড় মুড়িয়ে ভেঙে পড়ে। যার ফলে দুশ্চিন্তায় পড়ে পূজা কমিটি।

এমন অবস্থায় পূজা কমিটির সম্পাদক তন্ময় বর্মন বলেন, “এ বছর আমাদের পুজো ২৫ তম বর্ষে পদার্পণ করল। বামন হাটের ডেকরেটর শেখ, মণ্ডপ তৈরি করছিলেন। আজ প্রাকৃতিক দুর্যোগ এতটাই ছিল যে, দিন-দুপুরে হঠাৎ করেই মণ্ডপটি ভেঙে পড়ে।”