পশ্চিমবঙ্গ ডেস্কঃ বন্ধ হতে চলেছে ‘দ্য কপিল শর্মা শো’। এই শো-এর জনপ্রিয়তা একেবারেই তুঙ্গে। প্রতি শনিবার ও রবিবার ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠিত হয় এবং এই শো দেখতে হাজার হাজার মানুষ টিভির সামনে আধীর আগ্রহে বসে থাকেন। এত জনপ্রিয় একটি শো কেন বন্ধ করে দেওয়া হচ্ছে ? অনেকেই মনে করছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে টুইট বিতর্কের কারণে এই শো বন্ধ হতে চলেছে। কিন্তু আসল কারণ এটা নয়।
কপিল শর্মা ভক্তদের জন্য রীতিমত দুঃখের সংবাদ! জনপ্রিয় “দ্য কপিল শর্মা শো” বন্ধ হতে চলেছে। এই শো তে দেখা যায় অনেক বলিউড তারকারা কপিল শর্মা শো -এর মঞ্চে উপস্থিত হন এবং সেখান কপিল শর্মা বলি তারকাদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। এছাড়াও নানা ধরনের প্রশ্ন করে থাকেন কপিল। যার ফলে এই অনুষ্ঠানের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। সম্প্রতি “দ্য কাশ্মীর ফাইলস” ছবিটি নিয়ে টুইট বিতর্কে জড়িয়ে পড়েছিল এই শো। যার ফলে টুইটারে এই শো বন্ধের দাবি জানিয়েছিল অনেকেই। গত কয়েকদিন আগে #দাকপিলশর্মাশোবয়কট বলে ট্রেণ্ড শুরু হয়ে গিয়েছিল টুইটারে।
তবে এই বিতর্কের জন্য দ্য কপিল শর্মা শো বন্ধ হচ্ছে না। জানা গিয়েছে, বর্তমানে এই শো এর সিজন শেষ হতে চলেছে। যার কারণে অস্থায়ীভাবে বন্ধ হতে চলেছে “দ্য কপিল শর্মা শো।” সিজন শেষ হলেও এত জনপ্রিয় একটি শো কেন অস্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে? জানা গিয়েছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে আমেরিকা টুরে যাচ্ছেন কপিল শর্মা। সেই কারণেই এক মাসের জন্য এই শো তার পক্ষে চালু রাখা সম্ভব হবে না। যার ফলে এই শো অস্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে।
View this post on Instagram
কপিল শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছেন এবং ক্যাপশানে আমেরিকা টুরের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “২০২২ সালে আমার ইউএস-কানাডা সফরের কথা ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।” আগামী ১১ ই জুন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন কপিল শর্মা এবং তিনি ফিরবেন আগামী ৩ রা জুলাই। যার কারণে এই শো -এর শুটিং চালু রাখতে পারবেন না তিনি। তবে এই শো -এর কিছু শুটিং আগে থেকেই করে রাখা হচ্ছে যেগুলি নির্ধারিত সময়ে টেলিভিশনে পেশ করা হবে। কপিল শর্মার আমেরিকা টুর শেষ হলেই আবার এই শো চালু হবে।