modi, mamata, মোদী, মমতা, পদত্যাগ
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণের জন্য পশ্চিমবঙ্গের বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর আন্দোলনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা আটকাতে যে দিল্লি পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তা নিয়ে আজ বিধানসভায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশে এই পরিস্থিতির জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি দায়ী করে পদত্যাগের দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এর সঙ্গে সঙ্গে তিনি দিল্লি পুলিশ সম্বন্ধে বলেছেন যে দিল্লি পুলিশ পুরোপুরি এই আন্দোলনে হিংসাকে রুখতে অসক্ষম হয়েছে।

প্রসঙ্গত দিল্লিতে কৃষক আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এই আন্দোলনকে সমর্থন দিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস এবং কৃষক নেতার সাথে ফোনে কথা বলেছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী আজ বিধানসভা থেকে বলেন যে “আন্দোলন করলেই সন্ত্রাসবাদি বলা হচ্ছে, আন্দোলন ভেঙে দেয়া হচ্ছে।” মুখ্যমন্ত্রী আরো বলেন যে “একটা দুটো ঘটনা ঘটতেই পারে। সেটার জন্য পুরো কৃষক আন্দোলন কে যেভাবে সমালোচনা করা হচ্ছে তার তীব্র নিন্দা করছি।”

বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিধতে ছাড়েননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন “বাংলায় একটা ঘটনা ঘটলেই বলে, অমিত ভাই আছেন। তিনি বলেন কেয়া হুয়া! হুক্কা হুয়া। অথচ দিল্লিতে যা হয়েছে তা তো গোয়েন্দা ব্যর্থতা।”

মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন “কৃষকদের খালিস্তানি বলুক, আর যাই বলুক। কৃষক আইন প্রত্যাহার করতে হবে নইলে গদি ছাড়তে হবে।” প্রজাতন্ত্র দিবস এর পর কৃষক আন্দোলনের তীব্রতা কমলেও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে একেবারেই ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়।