CPIM, Bangla bandh, সিপিআইএম, বাংলা বন্ধ
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ সকালে বাম ছাত্র যুব সংগঠনের শিল্প, কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযানে শুরু হয় ঝামেলা। লাঠিচার্জ করে পুলিশ এবং তারই প্রতিবাদে আগামীকাল শুক্রবার ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিল সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

বাম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন আজ পুলিশের মারে বামেদের ছাত্র যুব সংগঠনের বহু সমর্থক আহত হয়েছেন। অনেকে গুরুতর আহত হয়েছেন। পুলিশের ভূমিকার প্রতিবাদে রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্ধ ডাকা হয়েছে।

আজ বামেদের ছাত্র সংগঠনকে ঠেকাতে লাঠিচার্জ এবং জলকামানের ব্যবহার করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে বামেদের অনেক কর্মী গুরুতর আহত হয়েছে। সিপিএমের প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে বলেন “আজকের ঘটনা সম্পূর্ণ দায় নিতে হবে। রাজ্য সরকারকে আহতদের ক্ষতিপূরণ দিতে হবে।”

আজ পুলিশের বহু বিক্ষোভকারীর মাথা ফেটেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লেগেছে অনেকের। কলকাতায় বিভিন্ন হাসপাতালে আহত বিক্ষোভকারীদের শুশ্রূষা চলছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বিক্ষোভের সমর্থনকারীদের তাদের তরফে ইট এবং লাঠি ছুড়েছে তার ফলে অনেক পুলিশ কর্মী আহত হয়েছেন।

আজ বামেদের ছাত্র সংগঠনের ওপর চলা এই আক্রমনকে তীব্র নিন্দা করেছেন বাম রাজনৈতিক মহলের বড় বড় নেতারা এবং ঘটনার প্রতিবাদে কালকে সারা বাংলা জুড়ে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে সিপিএম নেতৃত্ব।