পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে দেশজুড়ে আছড়ে পড়েছে তাতে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। করোনা সংক্রমণ রুখতে গত বৃহস্পতিবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে মোদী জানিয়েছেন, আমাদের দেশে আর লকডাউন এর প্রয়োজন নেই। লকডাউন এর পরিবর্তে করোনা কার্ফু জারি করার কথা জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই কয়েকটি রাজ্যের নাইট কার্ফু জারি করা হয়েছে। নাইট কার্ফুর বদলে করোনা কার্ফু জারি করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
করোনা কার্ফুর কথা শুনেই একটা প্রশ্ন উঠছে ? করোনা কার্ফু টা আবার কেমন ? জানা গিয়েছে, রাত ৯ টা বা ১০ টা থেকে সকাল ৫ টা বা ৬ টা পর্যন্ত কার্ফু জারি করা হবে যার নাম নাইট কার্ফুর বদলে করোনা কার্ফু করা হবে।
ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশজুড়ে করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরী। তিনি আরো জানিয়েছেন, দেশে ৯ কোটিরও বেশি মানুষ কে টিকা দেওয়া হয়ে গিয়েছে। ৪৫ বছরের বেশি বয়স্ক দের টিকাকরণ আরো দ্রুত করতে হবে বলে তিনি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরার সাথে সাথে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। এছাড়াও ওই বৈঠকে ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে করোনা টিকা উৎসবের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার রাজ্যের তরফের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে কোভিড চিকিৎসার বেড বাড়াতে হবে বেসরকারি হাসপাতালগুলোতে। এছাড়াও সরকারি দপ্তরে হাজিরাও ৫০ শতাংশ করতে হবে।
এদিন বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে গেলে করোনা পরীক্ষার উপরেও জোর দিতে হবে। আমাদের টেস্টিং এর সংখ্যা আরও বাড়াতে হবে। যে করেই হোক পজিটিভ কেস এর সংখ্যা ৫ শতাংশের নিচে আনতেই হবে।