ওয়েব ডেস্কঃ- কিছুদিন আগেই বিয়েটা সেরে ফেলেছেন দেবলীনা এবং গৌরব। ব্যস্ত জীবন, শহরের কোলাহল, ক্যামেরা- এসব ফেলে মত্ত এখন তারা পাহাড়ের বুকে, দার্জিলিংয়ে। রবিবার সকালের ফুরফুরে মেজাজে নস্টালজিয়ায় ভাসলেন গৌরব। বউ দেবলীনাকে নিজের স্কুল দেখানোর ইচ্ছে ছিল বহুদিনের। তাই শেষমেষ মধুচন্দ্রিমা এসে সেই ইচ্ছাটা পূরণ হলো।
নব দম্পতি দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করলেন সেই মুহূর্তটিকে এবং দেবলীনা শেয়ার করলেন তার ইনস্টাগ্রামে। ক্যাপশন দিলেন, “যখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছে, তখন থেকে গৌরব আমাকে এই জায়গাটি দেখাতে চেয়েছিল। গতকাল শেষমেষ ইচ্ছা পূরণ হলো। গৌরবের হাসি যেন থামছিল না”।
View this post on Instagram
ছবিতে লক্ষ্য করা যাচ্ছে, খয়রি জ্যাকেট এবং রিপড জিন্স-এ একদম ক্যাজুয়াল ভ্যাকেশন লুকে দেবলিনা, অন্যদিকে ক্রিম রঙের লম্বা জ্যাকেট এবং সানগ্লাসে তাক লাগাচ্ছেন গৌরব। বিশেষ সূত্র দ্বারা জানা গেছে, দেবলীনার ছবির শুটের জন্য পিছিয়ে যাচ্ছিল দার্জিলিং এর প্ল্যান। কিন্তু শেষমেশ নির্ধারিত দিনেই ভালোবাসার মানুষের সাথে পাহাড়ের বুকে হাত ধরে পথ চলার স্বপ্ন পূরণ হলো।
তিন রকম মতে বিবাহ সম্পন্ন করেন গৌরব এবং দেবলিনা। 9ই ডিসেম্বর হিন্দু মতে, 13ই ডিসেম্বর ইসলাম মতে এবং গত মঙ্গলবার বাইপাসের ধারে পিসি চন্দ্র গার্ডেনে রিসেপশন সারলেন এই নব দম্পতি। সেই দিনেই খ্রিষ্টান মতে বিবাহ সম্পন্ন হয় তাদের। নতুন বিবাহিত জুটির আনন্দকে ভাগ করে নিতে হাজির হয়েছিল গোটা টলিউড পাড়া।