পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- দেশে ক্রমশ কমে আসছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন মানুষ, মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। আজ সকাল ৮ টা পর্যন্ত দেশে ‘অ্যাক্টিভ করোনা’ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১ জন, যা গত মার্চ মাসের পর দেশে সব থেকে কম।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৬৭ হলেও, তার বেশিরভাগই এসেছে কেরালা রাজ্য থেকে। গত ২৪ ঘন্টায় কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৩০২ জন মানুষ, মৃত্যু হয়েছে ৯০ জনের। করোনার ডেল্টা ভেরিয়েন্ট এর প্রভাবে কার্যত নাজেহাল অবস্থা কেরালার। আজ কেন্দ্র সরকারের তরফ থেকে একটি রিভিউ বোর্ড বসানো হচ্ছে কেরালার করোনা পরিস্থিতি নিয়ে।
অন্যদিকে দেশের বিভিন্ন মেট্রোপলিটন শহরগুলিতে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি প্রচেষ্টায় চলছে দ্রুত ভ্যাকসিনেশন। দেশে কেরালা ছাড়া অন্যান্য রাজ্যগুলিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যায় ক্রমশ হ্রাস এর দেখা মিলেছে। তবে করোনার ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে সর্তকতা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এর তরফে।
দেশে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩ জন মানুষ, মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জন মানুষের।
ভারতে এখনো পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া সম্ভব হয়েছে ৫৮ কোটি ৭ লক্ষ ৭১ হাজার ৮২৪ জন মানুষকে এবং করোনার ভ্যাকসিনের দুটি ডোজই দেওয়া সম্ভব হয়েছে ১২ কোটি ৯৫ লক্ষ ৮৪ হাজার ৯৬৭ জনকে।