আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি - সংগৃহীত

আজকের আবহাওয়াঃ বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হয়েছে নিন্মচাপ। যার জেরে প্রতিনিয়ত বিকালের পর প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে বাংলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের হাত ধরেই বাংলায় বর্ষার আগমন ঘটবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটেছে। তবে দক্ষিণবঙ্গে আর মাত্র কয়েকটা দিন, তারপরই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আগমন ঘটবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টির মধ্য দিয়েই বর্ষার আগমন ঘটবে রাজ্যে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াশ এর পর ফের সমুদ্রের জল উত্তাল হতে পারে। কারন বঙ্গোপসাগরের উপরে ভর করেছে নিম্নচাপ। আর এর মধ্যে আবার ভরা কোটাল থাকায় সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে আগে থেকেই সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্র সৈকত থেক উপকূলে ফিরে আসার জন্য জানানো হয়েছে। এছাড়াও সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষদের কে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি – সংগৃহীত

রাজ্যে প্রতিদিন বিকেল হতে না হতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলছে। বৃষ্টির তুলনায় বেশি বজ্রপাত হয়ে চলেছে। গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে দেখা গিয়েছে। গতকালের বজ্রাঘাতে ২৭ জনের মৃত্যু হয়েছে ৫ টি জেলায়। তাই আগে থেকেই সতর্ক করল আবহাওয়াবিদরা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় ঘর ছাড়তে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আজকের (Weather) আবহাওয়াঃ
আজ বেলা যত বেড়ে চলেছে ধীরে ধীরে মেঘ জমতে শুরু করেছে আকাশে। আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ। গতকালের তুলনায় আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি কমেছে।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি – সংগৃহীত

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে আজ দক্ষিণবঙ্গে, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ সহ নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জন এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।