পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া (Weather) দপ্তর। উড়িষ্যার উপর সৃষ্ট হওয়া ঘূর্ণবাতের কারণে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিনে সমস্ত জেলায় অল্প থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আজ শনিবার রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এর সাথে সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির কারণে বেশকিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে উড়িষ্যা এবং বিহারে প্রবল বৃষ্টি হওয়ায় বিভিন্ন বাঁধের জল আরো ছাড়া হবে। এর ফলে পশ্চিমবঙ্গ সরকার বন্যা পরিস্থিতি সামলাতে আরো বেকায়দায় পড়বে বলে মনে করা হচ্ছে।
আজকের আবহাওয়ার খবর :
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে, যা স্বাভাবিকের থেকে থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বেশি। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশ। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের গাঙ্গেয় সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামীকালের আবহাওয়ার খবর :
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামীকাল রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
সতর্কবার্তা :
এবছর রাজ্যে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। সেই কারণেই রাজ্য জুড়ে বৃষ্টি চলাকালীন বাড়ির বাইরে বের হওয়া থেকে সাবধানে থাকতে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মাঝ সমুদ্র জেলেদের যাওয়ার জন্য কোনরকম সতর্কবার্তা আবহাওয়া অফিসের তরফ থেকে জারি করা হয়নি।