আবহাওয়াঃ আসছে বর্ষার মরশুম। তবে বঙ্গে এখনো পর্যন্ত বর্ষার আগমন ঘটেনি। সকাল থেকেই মেঘের চাদরে ঢেকে রয়েছে গোটা আকাশ। মেঘের ফাঁক দিয়ে মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে সূর্যকিরণ।
গতকাল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি দেখা গিয়েছিল। যার কারণে কিছুটা হলেও স্বস্তির মুখ খুজে পেয়েছিল বাংলার মানুষ। তবে আজ সকাল থেকেই গুমটো মেরে রয়েছে আকাশ। গতকাল বৃষ্টির কারনে ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও, আজ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। অনেক জায়গায় যার কারণে গরমের ভাবটাও বেড়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন এখনো পর্যন্ত বর্ষার আগমন ঘটেনি বঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহার সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণবাত অবস্থান করেছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাতাসে মিশে রাজ্যে প্রবেশ করছে। আর সেই বাতাসের জেরেই তৈরি হচ্ছে মেঘ। এর কারণে মেঘের চাদরে ঢেকে রয়েছে গোটা রাজ্য। রীতিমতো গুমটো মেরে রয়েছে আকাশ। আবার বিভিন্ন স্থানে বৃষ্টির দেখাও মিলছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করবে দিন দুইয়েক বাদে অর্থাৎ কেরলে বর্ষার ঢোকার সম্ভাবনা রয়েছে ৩’রা জুন নাগাদ। তবে বঙ্গে বর্ষার আগমন কবে ঘটবে ? আবহাওয়াবিদরা জানিয়েছেন, কেরালে বর্ষা প্রবেশ করার এক সপ্তাহের মধ্যেই বর্ষার আগমন ঘটতে পারে বঙ্গে।
আজকের (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কম-বেশি। তবে বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।