আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ রবিবার সকাল হতে না হতেই মুখভার করেছে আকাশ। মেঘের ফাঁক দিয়ে মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে সূর্যকিরণ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের হাত ধরেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা গুলিতেই ভারী বৃষ্টির দেখা মিলেছে। সঙ্গে মেঘের গর্জন তান্ডব দেখিয়েছে প্রচন্ড। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে আগামী দুই-তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বঙ্গ জুড়ে। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এছাড়াও নিম্নচাপ এবং ভরা কোটাল এর জেরে সমুদ্রের জলের স্তর উত্তাল হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। যার কারণে আগামীকাল অর্থাৎ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র সৈকতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবিঃ সংগৃহীত

আজকের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়ার তারতম্যজনিত কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সহ কোচবিহারে বজ্রপাতসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ বীরভূমে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। এছাড়াও উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।