আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন আগেই হয়ে গিয়েছে চৈত্রের প্রথম কালবৈশাখী। তা সত্ত্বেও যেন কমছে না গরমের দাপট। সকাল বেলায় তাপমাত্রা একটু মনোরম থাকলেও বেলা বাড়লেই বাড়তে থাকছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তবে ৮, ৯ এবং ১০ ই এপ্রিল শহর কলকাতা জুড়ে আবার বৃষ্টির পূর্বাভাষ দিল আলিপুর আবহাওয়া দফতর।

আজকের আবহাওয়ার খবরে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। সকাল থেকেই তাপমাত্রার পারদ রয়েছে ২৭ ডিগ্রী সেলসিয়াস। আর আজ সারাদিন আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন। দিন বাড়ার সাথে সাথে তাপমাত্রার হের ফের হতে পারে বলে  আজকের আবহাওয়ার খবরে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

সমস্ত জেলাতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাষ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া সমস্ত জায়গায় হু হু করে বাড়তে পারে তাপমাত্রার পারদ এমনটাই  আজকের আবহাওয়ার খবর থেকে জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার সাথে সাথেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির খানিক সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও রবিবারের মত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া না বইলেও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাষের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আসানসোল, ব্যারাকপুর, বাঁকুড়া, বহরমপুর, বর্ধমান, কৃষ্ণনগর, মেদিনীপুর, পুরুলিয়া তে তাপমাত্রা যেমন বাড়বে বলে ইঙ্গিত দিচ্ছে আজকের আবহাওয়ার খবর তেমনই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বালুরঘাট, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি তে তাপমাত্রার কিছুটা হের ফের হতে পারে বলে পূর্বাভাষ দিচ্ছে আবহাওয়া দফতর।

রাজ্যে বিধানসভা ভোটের মরশুমে পশ্চিমবঙ্গের রাজনীতির তপ্ত আবহাওয়ার সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। গরমের শুরুতেই যেভাবে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ সেক্ষেত্রে আগামী দিনগুলিতে তাপমাত্রা যে চরম হতে চলেছে তা এখন পূর্বাভাষ দিয়ে দিচ্ছে আবহাওয়া দফতর। তবে আশার কথা গরমের মাঝেও, মাঝে মাঝে কালবৈশাখী স্বস্তি দেবে মানুষকে।