আজকের আবহাওয়া: শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস ইতিমধ্যেই তার শক্তি হারিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ইয়াস তার ক্ষমতা হারিয়েছে, কিন্তু তার ফলে গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গে সরাসরি আছড়ে না পড়লেও, বঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে ওড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল। তবে তার প্রভাবে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও বঙ্গে স্বস্তির বালাই নেই। অস্বস্তি বোধ করছে বাংলার মানুষ। আজ সকাল থেকেই আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন ভাব। রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। যার প্রভাব আগামী দুই-তিন দিন থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী দুদিন তেমন বৃষ্টিপাত না হলেও আগামী সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি।
আজকের (Weather) আবহাওয়া:
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৭৪ শতাংশ।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও মালদায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বর্ধমান ও বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার থেকে পর পর দুই দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।