আবহাওয়া আপডেটঃ উত্তর-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা।
ভারী বৃষ্টির প্রভাবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এর মধ্যেই রাজ্যে ফের প্রবেশ করতে চলেছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কোন জেলায় কতটা পড়বে তার সতর্কতা দেওয়ার সময় তিনটি ভাগে ভাগ করা হয়েছে জেলাগুলিকে। জারি করা হয়েছে লাল, কমলা এবং হলুদ সর্তকতা।
আজকের আবহাওয়ার খবর
আজ লাল সতর্কতা জারি হওয়া জেলাগুলি – (Red Alert issued district names for Today 28th September):
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় জারি করা হয়েছে লাল সর্তকতা। এই জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ এই জেলাগুলিতে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে এই জেলাগুলিতে।
আজ কমলা সতর্কতা জারি হওয়া জেলাগুলি – (Orange Alert issued district names for Today 28th September):
উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায় কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের পরিমাণ থাকবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার এর মধ্যে। বৃষ্টিপাতের সাথে সাথে এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ হলুদ সতর্কতা জারি হওয়া জেলাগুলি – (Yellow Alert issued district names for Today 28th September):
কলকাতা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় আজ হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই তিনটি স্থানে আজ বৃষ্টিপাত হবে ৭ থেকে ১১ সেন্টিমিটার এর আশেপাশে। এছাড়া কলকাতা, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে। ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আনুভব করা যাবে মাঝে মাঝে।
আজকের কলকাতার আবহাওয়ার খবর – (Kolkata weather news for Today 28th September):
আজ আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার জন্য আলাদা করে বুলেটিন জারি করেছে। সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, আজ কলকাতায় ভারী বৃষ্টির ফলে জল জমতে পারে নিচু এলাকায়। যার কারণে যানজটের সম্ভাবনা দেখা দেবে। ভারী বৃষ্টির ফলে দৃশ্যমানতা হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বৃষ্টি চলাকালীন সাবধানে গাড়ি চালানোর জন্য সতর্কতা জারি করা হয়েছে।
এই বৃষ্টিপাতের সময় কি করনীয় এই নিয়েও তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে বৃষ্টিপাত চলাকালীন বজ্রপাতের সময় কোন পাকা বাড়ির নিচে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য। এছাড়া জলমগ্ন স্থান বর্জন করতে হবে সবাইকে।