আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যে বর্ষার আগমন ঘটতে চলেছে। তবে তার আগেই রাজ্যে ভর করেছে নিম্নচাপ। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণবাত অবস্থান করেছে যার জেরে বঙ্গে দেখা দিয়েছে নিম্নচাপ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষার আগমনের পূর্বে নিম্নচাপ দেখা দেওয়ায় বিক্ষিপ্ত আকার ধারণ করেছে বাংলার আকাশ। রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়ে চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কেরালে বর্ষার আগমন ঘটলেই বঙ্গ বর্ষার আগমন ঘটবে দিন কয়েকের মধ্যেই। আগামীকাল অর্থাৎ ৩’রা জুন কেরলে মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তুর।

আজ রাজ্যে সকাল থেকেই গোটা আকাশ মেঘের চাদরে ঢেকে রয়েছে। এখনো পর্যন্ত দেখা মেলেনি সূর্যকিরণের। তবে গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টি হতে দেখা গিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে কিছু জেলায়।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি – সংগৃহীত

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহার সংলগ্ন উত্তরবঙ্গের উপর যে ঘূর্ণবাত অবস্থান করেছে তার জেরেই বঙ্গে নিম্নচাপ দেখা দিয়েছে। তবে এই নিম্নচাপ আগামী তিন-চার দিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জেরে আগামী তিন-চার দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজকের (Weather) আবহাওয়াঃ
আজ বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। আবহাওয়াবিদরা জানিয়েছেন বেলা যত গড়িয়ে যাবে তাপমাত্রার পারদ ততোই ঊর্ধ্বমুখী হবে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন আবহাওয়া আগামী দুই-তিন দিন জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।