পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা রাজ্যের আকাশ জুড়ে অবস্থান করেছে কালো মেঘ। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়ে চলেছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বঙ্গে এই বৃষ্টির দেখা মিলছে। তবে এই নিম্নচাপ এর হাত থেকে, কবে রেহাই মিলবে ?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩০ শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল ও কমলা সর্তকতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর বঙ্গোপসাগরের উপর সৃষ্ট এই নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। তবে তার আগে প্রবল বৃষ্টিতে ভিজবে বাংলার বেশ কিছু অঞ্চল।
নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে, কলকাতা সহ বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টি হতে দেখা গিয়েছে। তবে সেই বৃষ্টি এখনো পর্যন্ত জারি রয়েছে বাংলায়। বুধবার সকাল থেকেই ঘন মেঘে ঢেকে রয়েছে গোটা আকাশ। রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি। তবে এই বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে বাংলার মানুষ।
আজ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে আগামীকাল অর্থাৎ ২৯ শে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রসৈকতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সাথে সাথে ভিজবে গোটা উত্তরবঙ্গ।
আজকের আবহাওয়া (Weather):
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়, আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব করবে বাংলার মানুষ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় প্রবল বৃষ্টির জেরে আজ কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
এছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ সহ নদীয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।