আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ সকাল থেকেই মুখ ভার করে বসে আছে আকাশ। গোটা রাজ্য জুড়ে অবস্থান করেছে কালো মেঘ। ইতিমধ্যেই আবার কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে অল্প বৃষ্টি হলেও, গোটা উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে ভাসছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে ইতিমধ্যেই লাল সর্তকতা জারি করা হয়েছে কয়েকটি জেলায়।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবিঃ সংগৃহীত

একটানা মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। আজ বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যার কারণেই একাধিক জেলায় লাল সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ উত্তরবঙ্গে প্রায় ২০০ মিলিমিটার এর কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে নিচু এলাকা গুলি জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে ধ্বস নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজকের আবহাওয়াঃ
মেঘের চাদরে আকাশ ঢেকে থাকায় সকাল থেকে এখনো পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। তবে আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবিঃ সংগৃহীত

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যার কারণে এই তিনটি জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ-এ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন তান্ডব দেখাতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।