আজকের আবহাওয়াঃ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। তবে বঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ বাড়তে বাড়তে চল্লিশের ঘরের দিকেই এগোচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারনে বঙ্গ জুড়ে বাড়ছে অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও, ভারী বৃষ্টি না হওয়ায়, তাপমাত্রার কোনও পরিবর্তন হয়নি।
রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টি না মেলায় অতিষ্ঠ বঙ্গবাসী। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঝড়-বৃষ্টি চলাকালীন ঘরের বাইরে বেরোতে সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কারণ বিভিন্ন স্থান থেকে বজ্রাঘাতে মৃত্যুর সংবাদ উঠে আসছে। সেই কারণেই স্বস্তির বৃষ্টি উপভোগ করতে গিয়ে কোনরকম বিপদ যেন না ঘটে যায় সেদিকে লক্ষ্য রেখে সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, সহ কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মদন মিত্র বললেন “সতর্ক থাকুন, গভীর ষড়যন্ত্র চলছে”
আজকের (Weather) আবহাওয়া:
সকাল থেকেই আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। আবার বিভিন্ন স্থানে সূর্যকিরণের দেখাও মিলেছে। তবে রাজ্যজুড়ে মেঘাচ্ছন্ন ভাব থাকলেও তাপমাত্রার পারদ চড়ছে চরমে। আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬২ শতাংশ।
আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিনবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝারগ্রাম, পুরুলিয়া সহ নদিয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুনঃ রাজ্যপালের কুশপুতুল পুড়িয়ে তৃণমূল সমর্থকরা তাদের ক্ষোভ কর্মসূচি জারি রেখেছে