আজকের আবহাওয়া (weather): সকাল হতেই কালো মেঘের চাদর ঢেকে গিয়েছে গোটা রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক পরিমাণে শিশির দেখা গিয়েছিল। তবে বেলা গড়াতে না গড়াতেই রাজ্যের আকাশ জুড়ে অবস্থান করে ঘন কালো মেঘ। কাল থেকেই অবশ্য রাজ্যের বেশকিছু জেলায় বৃষ্টির দেখা মিলেছে।
আজ শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি। তবে শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শুধু বৃষ্টিই নয়, শিলাবৃষ্টির দেখা মিলতে পারে আগামীকাল। গোটা বঙ্গ জুড়ে উধাও হয়ে গিয়েছে শীত। এক ধাক্কাতেই রাজ্যের তাপমাত্রার পারদ চড়েছে চরমে। আজ শুক্রবার সকাল হতেই সূর্যকিরণের দেখা মিললেও কিছুক্ষণের মধ্যে ঘন কালো মেঘ গ্রাস করে বসে আকাশে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
আজকের (today weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টির দেখা মিলবে। বৃষ্টির পাশাপাশি তান্ডব দেখাবে মেঘের গর্জন।
উত্তরবঙ্গের (North Bengal weather) আবহাওয়াঃ
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, বৃষ্টির পাশাপাশি তাণ্ডব দেখাবে মেঘের গর্জন, বইবে ঝড়ো হাওয়া। পাশাপাশি শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের ( South Bengal weather) আবহাওয়াঃ
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি তান্ডব দেখাবে মেঘের গর্জন এবং রয়েছে শিলা বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে রাজ্যে তবে রবিবার থেকে রাজ্য তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।