ফুটবল বিশ্বকাপঃ- বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয় পাওয়ার পর লকার রুমে মেক্সিকোর পতাকাকে অপমান করার অভিযোগে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে (Lionel Messi), দেখে নেওয়ার হুমকি দিয়েছিল মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ (Canelo Álvarez)। এরপর বেশ বড়সড় বিপাকের মুখোমুখি হতে হয়েছে এই ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন আলভারেজকে। একাধিক ব্যক্তির তোপের মুখে পড়ে অবশেষে মেসির কাছে ক্ষমা চাইলেন আলভারেজ।
বিশ্বকাপের গ্রুপ পর্বের আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যাচ্ছিল লকার রুমে আর্জেন্টিনা দলের বাকিরা যখন উল্লাসে মেতে ছিলেন মেসি তখন নিজের জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার সময় সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় সরিয়ে দেন এই আর্জেন্টাইন তারকা। ভিডিওটি দেখার পর মেসি মেক্সিকোর পতাকাকে অসম্মান করছেন বলে টুইট করেন আলভারেজ।
তিনি টুইটারে লেখেন, “মেক্সিকান জার্সি দিয়ে মেঝে পরিষ্কার করছিল। সেটি মেক্সিকানদের জন্য খুব অসম্মানজনক। মেসির ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত সে যেন আমার সামনে না পরে। আমি যেমন আর্জেন্টিনাকে সম্মান করি তেমন তারও মেক্সিকোকে সম্মান করা উচিত।” এছাড়াও অযোগ্য ভাষাতেও কিছু টুইট লিখেন। মেক্সিকান বক্সার আলভারেজের এই টুইট নিয়ে সমালোচনার ঝড় উঠে পড়ে। মেসির হয়ে কথা বললেন আর্জেন্টাইন প্রাক্তন সার্জিও অ্যাগুয়েরো ব্রাজিলিয়ান প্রাক্তন ডিফেন্ডার ফেলিপে মেলো, বক্সার ফ্রাঙ্কো তেনাগ্লিয়াসহ অনেকে।
মেক্সিকো দলের অধিনায়ক আন্দ্রেস গার্দাদো মেসির হয় বলেন, “খেলার পর সমস্ত ধরনের জার্সি ধুয়ে ফেলার জন্য মেঝেতে রাখা হয়। আমি মেসিকে খুব ভালভাবে চিনি, স্পেনে অনেকবার তার সঙ্গে মুখোমুখি হয়েছি। দুর্ভাগ্যবশত, হয়তো ক্যানেলো বুঝতে পারছেন না ড্রেসিং রুমের পরিস্থিতি কেমন হয়।”
অনেক সমালোচনার পর বুধবার দিন আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগের মুহূর্তে আরো একটি টুইট করলেন আলভারেজ। তাতে তিনি লেখেন, “আমার দেশের প্রতি যে আবেগ এবং ভালোবাসা অনুভব করি তাতে আমি ভেঙে পড়েছিলাম। আর আমি এমন একটি মন্তব্য করে বসেছি যেটি সঠিক নয়। যার কারণে আমি মেসি এবং গোটা আর্জেন্টাইন জনগণের কাছে ক্ষমা প্রার্থী। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখি ,এ যাত্রায় আমিও শিখলাম।”