mid day meal menu, মিড ডে মিল মেনু, School Education Department Government of West Bengal
পঞ্চায়েত নির্বাচনের আগে বদলে গেল রাজ্যের মিড ডে মিলের মেনু, যুক্ত হচ্ছে ডিম ও মাংস

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি এই মিড ডে মিল (Mid Day Meal) প্রসঙ্গেই এক নতুন সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তর তরফে ঘোষণা করা হয়েছে, নতুন বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মিড ডে মিল-এ পড়ুয়ারা ডিম সয়াবিনের পাশাপাশি পাবেন ফল ও মাংস।

বর্তমানে পশ্চিমবঙ্গে শিক্ষক দুর্নীতি নিয়োগ নিয়ে চলছে নানারকম তদন্ত। পাশাপাশি কেন্দ্র সরকারের সন্দেহের তালিকায় আছে আবাস যোজনা, একশো দিনের কাজের দুর্নীতি। এছাড়া কেন্দ্র সরকার অসন্তোষ প্রকাশ করেছে রাজ্য সরকারের মিড ডে মিলের ওপর। সম্প্রতি মিড ডে মিল প্রসঙ্গে নানা অভিযোগ আসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। এর পাশাপাশি অভিভাবকরাও মিড ডে মিল-এ পড়ুয়াদের ঠিকঠাক খেতে দেয় না বলে অভিযোগ করেন। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্যে মিড ডে মিলের ওপর নজরদারি শুরু করেছে কেন্দ্র সরকার।

সামনেই পঞ্চায়েত ভোট। আর পঞ্চায়েত ভোটে রাজ্য সরকারের বিরুদ্ধে যাতে কোনো অভিযোগ না আসে তার জন্য মিড ডে মিলে চালু করল ফল ও মাংস সরবরাহ এমনটাই মনে করছেন অনেকে। তাই সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে নতুন বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত অর্থাৎ আগামী চার মাস সপ্তাহে তিন দিন ফল ও মাংস দেওয়া হবে।

রাজ্যের প্রত্যেক সরকারি স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলে ৬০ শতাংশ টাকা প্রদান করে কেন্দ্র সরকার। বাকি ৪০ শতাংশ টাকা প্রদান করে রাজ্য সরকার। ফলে কেন্দ্র সরকারের এই সন্দেহ যাতে দূর হয় তার জন্যই সয়াবিন, ডিমের পাশাপাশি ফল ও মাংস দেওয়ার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর।

সপ্তাহে তিন দিন ফল এবং মাংস দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করেছে স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের প্রত্যেক জেলাশাসকদের জানানো হয়েছে এবার থেকে পড়ুয়াদের পাতে ডিম, সোয়াবিনের পাশাপাশি পড়বে ফল ও মাংস। তার জন্য প্রতি পড়ুয়া পিছু সপ্তাহ প্রতি কুড়ি টাকা করে বাড়ানো হয়েছে। তাই এর জন্য মোট ৩৭০ কোটি টাকা বরাদ্দ করেছে স্কুল শিক্ষা দপ্তর। এই নতুন মেনু নির্ধারণ করার পর থেকে প্রতিমাসে পড়ুয়া পিছু বাড়ানো হয়েছে ৩২০ টাকা।