neet 2021 exam
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- হবু ডাক্তারদের জন্য সুখবর। সারা দেশ জুড়ে নিট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী ১২ সেপ্টেম্বর নেওয়া হবে এ বছরের নিট (NEET) পরীক্ষা, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানান আগামী ১২ ই সেপ্টেম্বর ২০২১ তারিখে সারা দেশ জুড়ে নিট পরীক্ষা নেওয়া হবে। তিনি আরো জানিয়েছেন যে করোনা বিধি মেনেই হবে এবছরের পরীক্ষা গ্রহণ এবং আগামীকাল বিকেল পাঁচটা থেকে NTA এর ওয়েবসাইটে পরীক্ষার্থীদের অ্যাপ্লিকেশন সংগ্রহ শুরু হবে।

কোভিড নিয়ম-নীতি মেনে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া যায় সেই জন্য শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগের থেকে বেশি সংখ্যক শহরে এবার পরীক্ষা নেওয়া হবে। ১৫৫ টি শহরের বদলে ১৯৮ শহরে নেওয়া হবে এ বছরের নিট পরীক্ষা। বাড়ানো হবে পরীক্ষা কেন্দ্র গুলির সংখ্যাও।

এছাড়া শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রগুলিতে সমস্ত পরীক্ষার্থীদের মাস্ক দেওয়া হবে। এর সাথে সাথে স্যানিটেশন ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব কি মেনে পরীক্ষা নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি।