পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে সুনামির মত আছড়ে পড়েছে। এমত অবস্থায় করোনার চেন ভাঙ্গার একমাত্র উপায় হল লক ডাউন। যে সমস্ত এলাকায় ১৫ শতাংশের বেশী করোনা ভাইরাসের পজিটিভ কেস ধরা পেড়েছে সে সমস্ত এলাকায় একেবারে লক ডাউনের কথা ঘোষণা করেছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক।
করোনা মোকাবিলায় এই মুহূর্তে প্রায় ১৫০ টি জেলায় লক ডাউন লাগু করার কথা ধার্য করেছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। করোনা অতিমারিতে অত্যাবশ্যকীয় হল মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিসটেন্স। তার মধ্যে করোনার চেন একমাত্র ভাঙতে পারে সোশ্যাল ডিসটেন্স।
সেই দিকে লক্ষ্য রেখেই স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর ফের লক ডাউনের পথে হাটার ইঙ্গিত দিয়েছে। তাদের মতে যে সমস্ত এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ শতাংশের বেশী সেই সমস্ত এলাকায় এই মুহূর্তে লক ডাউন ছাড়া কোনও উপায় নেই। এছাড়াও তাদের মতে সেই সমস্ত এলাকাতে শুধুমাত্র চালু থাকবে জরুরি পরিষেবা।
লক ডাউন প্রসঙ্গে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের একজন আধিকারিকের বক্তব্য হল, “আমাদের বিশ্লেষণ থেকে পাওয়া খবর অনুযায়ী যেসব জেলায় ভীষণ পজেটিভ পাওয়া গেছে সেখানে কিছু সপ্তাহের জন্য শক্ত ভাবে লক ডাউন প্রযোজ্য হবে। যাতে সংক্রমণের চেন ভাঙ্গা যায়।”
খুব তাড়াতাড়ি ১৫০ টি জেলার তালিকা প্রকাশ করবে কেন্দ্র সরকার।