পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, সরকারি বাস, ট্রেন, মেট্রো স্টেশান, করোনা ভাইরাস
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে বর্তমানে চলছে করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ। বিভিন্ন রাজ্যের মত পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসের মাত্রা ছাড়া সংক্রমণ সকলের দুশিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে একের পর এক ট্রেন। তবে এমত অবস্থায় সাধারণ মানুষ এবং অফিস যাত্রীদের যাতে কোনও রকম কোনও অসুবিধে না হয় সে জন্যই রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস চালানোর কথা ঘোষণা করেছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

গত ৫ ই মে রাজ্যের পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই একটি সাংবাদিক সম্মেলনে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘোষণা করেন। সাথে সাথে তিনি এও বলেন যে, যেসব নতুন মেট্রো স্টেশন শহর তলীতে তৈরি হয়েছে সেগুলিকে সংযোগকারী বিভিন্ন অটো রুট বাড়ানো যায় কিনা তাও ক্ষতিয়ে দেখছেন তিনি।

বর্তমানে রাজ্যে বেসরকারি বাস মালিকদের অনেক অভিযোগ যাত্রী পরিষেবাকে ব্যহত করছে। এছাড়াও বাসের ভাড়া বৃদ্ধির আর্জি নিয়ে দীর্ঘ সময় ধরে সরব বাস মালিকরা। করোনা পরিস্থিতিতে ট্রেন যেমন বন্ধ তেমনই বন্ধ অনেক বেসরকারি বাস। যার ফলে বেশ বিপদে পড়তে হচ্ছে অফিস যাত্রী এবং সাধারণ মানুষকে।

এছাড়াও আরও যেটা গুরুত্ব পূর্ণ বিষয় হিসেবে সামনে উঠে এসেছে সেটা হল, জ্বালানীর বিপুল দামের জন্য সরকারি নিগম গুলিও যথেষ্ট বেহাল অবস্থা। সেই কারণেই বিদ্যুৎ চালিত বাসের ওপর বেশী গুরুত্ব দিচ্ছে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

এর সাথে সাথেই বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য আরও বেশী সংখ্যক রিচার্জ স্টেশন যাতে গড়ে তোলা যায় সেদিকে নজর রেখেই পশ্চিমবঙ্গ পরিবহণ কাঠামো উন্নয়ন নিগমকে খুব সুন্দর করে সাজানোর কথা বলেছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।