পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ খুঁটির পিছনে বাঁধা রয়েছে এক নাবালকের দুটি হাত। বাচ্চাটিকে ওই অবস্থায় দেখে সেখানে সরব হয় সমস্ত লোকজন। তারপরেই নানা জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে আসে সত্য ঘটনা। জানা যায়, চুরির অভিযোগে দীর্ঘক্ষন খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল ওই নাবালককে। অভিযোগ উঠেছিল ৫০০০ টাকা চুরি করেছিল ওই নাবালক। তবে পরবর্তীতে পুলিশ এসে উদ্ধার করে ওই নাবালককে।
বর্তমান সময়ে প্রায়ই সোশ্যাল মিডিয়া সহ নিউজ পেপারে উঠে আসে চুরি, ছিনতাইয়ের ঘটনা। সম্প্রতি সেরকমই প্রকাশ্য এলো আরো এক চুরির ঘটনা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত টালিভাটা এলাকার বাজারে ঘটে এই ঘটনা।
গত রবিবার বিকালবেলা দুই নাবালক টালিভাটা বাজারে আলু, পিয়াজ এবং ডিম কিনতে গিয়েছিল। আর সেই কেনাকাটার সময়ই তারা চুরি করে পাঁচ হাজার টাকা, অভিযোগ দোকানদারের। আর তারপরই সেখানে রীতিমতো হইচই পড়ে যায় ওই নাবালককে ঘিরে। বেঁধে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় ওই নাবালককে। জানা যায়, জিজ্ঞাসাবাদ করার পর বেঁধে রাখা বালকের সাথে আরও যে এক বালক ছিল তার কাছ থেকে পাওয়া যায় পাঁচ হাজার টাকা।
তবে অনেকটা সময় ওই নাবালককে বেঁধে রাখার কারণে সেখানে বেশ জনসমাবেশের সৃষ্টি হয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে সন্ধ্যা নাগাদ সেখানে উপস্থিত হয় স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ আসাতে দোকানদার অভিযোগ জানান, তার দোকান থেকে ৫০০০ টাকা চুরি করেছিল, তাই একে বেঁধে রাখা হয়েছে। তবে সেখান থেকে সেই বালককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ প্রশাসন।