পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ বৃহস্পতিবার রাজ্য দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফার ভোটে সংবাদ সংগ্রহন করতে নেমে আক্রান্ত হল সাংবাদিকরাও। সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে আক্রমণ করে দুষ্কৃতীরা। ইট পাথর এবং বাঁশের লাঠি নিয়ে আঘাত হানে সাংবাদিকের গাড়ির উপর।
ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভোটকেন্দ্রের সংবাদ গ্রহণ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠে আসছে। দুই মেদিনীপুর মিলে ১৮ টি আসনে ভোটে গ্রহণ হচ্ছে।
ভোটকেন্দ্রে সংবাদ গ্রহণ করতে গিয়ে সাংবাদিকদের লক্ষ্য করেই ইট পাথর ছুড়ে মারা হয়। সংবাদ গ্রহণ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাংবাদিকরাও। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ভেঙে চুরমার হয়ে গিয়েছে সংবাদমাধ্যমের গাড়ি এমনকি সামনের কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
দ্বিতীয় দফার ভোটের দিনে সাংবাদিকদের উপর এমন আক্রমণের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের উপর আক্রমণ করার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তবে বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বরং অভিযোগের তির উঠছে বিজেপি এর দিকে। তৃণমূলের দাবি বিজেপির কর্মীরা এই সব কর্ম কাণ্ড ঘটিয়ে তৃণমূলের নাম করছে।
রাজনৈতিক হিংসার জন্য পরিচিত পশ্চিম মেদিনীপুরের কেশপুরে হাওয়া গরমের আশঙ্কা ছিল ভোটের আগে থেকেই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরে। তবে বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন হঠাতই আক্রমণ সংবাদমাধ্যমের ওপর।
প্রথমবার সাংবাদিকের উপর আক্রমণ করা হয়। বেলা বারোটা নাগাদ শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুরতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের লাগোয়া ২ নম্বর ব্লকের সাতেঙ্গা বাড়ি এলাকায়। শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির পিছনে ছিল সাংবাদিকের গাড়ি। সাংবাদিকের গাড়ি লক্ষ্য করেও হয় ইট বর্ষণ এবং গো ব্যাক স্লোগান উঠে আসে। বিজেপির অভিযোগ এমন নিন্দনীয় কাজ তৃণমূলের দুষ্কৃতিরাই করতে পারে।
এছাড়াও পশ্চিম মেদিনীপুরের কেশপুর কেন্দ্রে দ্বিতীয়বার সাংবাদিকের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রীতীশের গাড়ি ঘিরে ইট পাথর ছুড়ে মারা হচ্ছে এবং গাড়িতে মারা হচ্ছে বাঁশের বাড়ি। হামলার সময় প্রীতীশরঞ্জন কুঁয়ারের নিরাপত্তা রক্ষাকারী পুলিশ কর্মীদের কেউ কোন সক্রিয়তা দেখাতে দেখা যায়নি। সেখানে সংবাদমাধ্যমের গাড়ি লক্ষ্য করে ও হয় ইট বর্ষণ। ওই হামলায় মহিলাদের এগিয়ে আসতে দেখা গিয়েছে। গেরুয়া শিবির জানিয়েছে, পশ্চিম মেদিনীপুরের বাকাবর প্রাথমিক বিদ্যালয়ের বুথে গন্ডগোলের খবর পেয়েই বিজেপি প্রার্থী সেখানে যাচ্ছিলেন। তার গাড়ি কে কেন্দ্র করেই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়।