পশ্চিমবঙ্গ ডেস্কঃ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় প্রতিবছর কেন্দ্র সরকারের তরফ থেকে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। এটি সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার হয়ে থাকে। প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা করে কৃষকদেরকে আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্র সরকার। এখনো পর্যন্ত এই যোজনার ১০ তম কিস্তির টাকা পেয়েছেন দেশের কৃষকরা।
গত বছরের ডিসেম্বর মাসে pm-kisan সম্মন নিধির দশম তম কিস্তির টাকা দেওয়া হয়েছে কৃষকদেরকে। এই যোজনার ১১ তম কিস্তি কবে আসবে, সে দিকেই তাকিয়ে রয়েছে দেশের কৃষকরা। কেন্দ্র সরকার একটি রিপোর্ট অনুযায়ী জানিয়েছে, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পিএম কিষান সম্মান নিধি যোজনার এগারোতম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হবে।
এই যোজনার অধীনে যে সকল কৃষকরা রয়েছেন তারাই শুধুমাত্র বছরে ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন। তবে যে সকল চাষিরা এখনো পর্যন্ত এই যোজনা সুবিধা পান নি। তারা কি করবেন? এই যোজনার সুবিধা পেতে হলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে। আপনি নিজেও বাড়িতে বসে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন করতে পারবেন। অথবা আপনি চাইলে পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টার গিয়েও পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন করাতে পারেন।
পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন করাতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে?
পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন করানোর জন্য আপনাকে যেগুলি দিতে হবে সেগুলি নিচে তালিকাভুক্ত করা হল-
- এই যোজনার আবেদন করার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
- এরপর প্রয়োজন হবে আপনার অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্টের। যেটিতে pm-kisan সম্মন নিধির টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে ক্রেডিট হবে।
- তৃতীয় নম্বর এ প্রয়োজন হবে আপনার জমির অরিজিনাল কাগজপত্র। যেটি আপনার নামে রয়েছে। জমির কাগজপত্র না থাকলে আপনি এই যোজনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন না।
- সর্বশেষে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো এবং মোবাইল নম্বর। মোবাইল নম্বর ছাড়া রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না। এটিতে একটি ওটিপি আসবে যেটির মাধ্যমে আপনারা ভেরিফিকেশন হবে।
যারা এখনো পর্যন্ত pm-kisan সম্মন নিধি যোজনার সুবিধা পাননি তারা খুব শীঘ্রই আবেদন করুন এবং প্রতিবছর পিএম কিষান সম্মান নিধি যোজনার ৬০০০ টাকা আর্থিক সহায়তা পান।