পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে পরিলক্ষিত হচ্ছে শীতের আমেজ। বেশ কিছুদিন গরম অনুভব করার পর হঠাৎই দু-তিন দিন ধরে গোটা দক্ষিণবঙ্গে শীতের পরশ লেগেছে। তবে গতকালের তুলনায় আজকের তাপমাত্রা সামান্য বেশি ছিল। আজ সকালের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গত দিনের বেলার তাপমাত্রা ২৮.২ ডিগ্রি থেকে কমে ২৭.৯ ডিগ্রী সেলসিয়াস ছিল।
তবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন বিরাট কোনো উত্থান বা পতন পরিলক্ষিত হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আপামর বাঙালির মনে একটাই প্রশ্ন বাংলায় জাঁকিয়ে শীত পড়বে কবে? আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে এখনই খুশি করা যাচ্ছে না উৎসুক শৈত্য-প্রেমী বাঙালিদের। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে এখনো জাঁকিয়ে শীত পড়তে দিন দশেক সময় লাগতে পারে।
পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের রবিবার পর্যন্ত কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আগাম পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবত। যা আগামীকাল কয়েক দিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ-ভারত উপকূলের দিকে রওনা হবে। নিম্নচাপের অভিমুখ দক্ষিণ-ভারতের তামিলনাড়ু রাজ্যের উপকূলের দিকে সেহেতু এর প্রভাব বাংলার আবহাওয়ায় খুব একটা পরিলক্ষিত হবে না। মাঝে কিছুদিন আকাশ মেঘলা থাকবে এবং তার জন্য পশ্চিম ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।